ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

অস্ট্রেলিয়ার দুর্গে প্রবেশ ভারতের! সেমিফাইনালে প্রতিশোধের মিশন

প্রকাশিত: ০০:৪১, ৪ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়ার দুর্গে প্রবেশ ভারতের! সেমিফাইনালে প্রতিশোধের মিশন

ছবিঃ সংগৃহীত

ভারতের সামনে আবারও অস্ট্রেলিয়া!

বিশ্বকাপ ফাইনালের পর এগিয়ে ভারত, কিন্তু এক ম্যাচেই বদলে যেতে পারে সবকিছু

"বিশাল জনতা যখন নীরব হয়ে যায়, তখন তার চেয়ে তৃপ্তিকর কিছু নেই।"

এই কথাগুলো প্যাট কামিন্স বলেছিলেন ১৮ নভেম্বর ২০২৩-এ, যখন অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ইতিহাস গড়েছিল। মঙ্গলবার দুবাইতে তিনি থাকবেন না, কিন্তু তার সেই কথার প্রতিধ্বনি ক্রিকেট বিশ্বে শোনা যাবে।

২০১১ বিশ্বকাপের পর থেকে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ভারত ও অস্ট্রেলিয়া চারবার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে দুটি—২০১৯ ও ২০২৩ বিশ্বকাপের গ্রুপপর্বে। কিন্তু অস্ট্রেলিয়ার দুটি জয় এসেছে আরও গুরুত্বপূর্ণ সময়ে—২০১৫ বিশ্বকাপ সেমিফাইনাল ও ২০২৩ বিশ্বকাপ ফাইনালে।

মঙ্গলবার দুবাইতে হবে আরেকটি সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে এক ভিন্ন ভারত ও এক পরিবর্তিত অস্ট্রেলিয়া। তবে ১৯ নভেম্বর ২০২৩-এর সেই মুহূর্তের বাস্তবতা এখানেও প্রাসঙ্গিক।

সেই বিশ্বকাপে ভারত ছিল দুর্দান্ত। দল গঠন থেকে শুরু করে পারফরম্যান্স—সব কিছুতেই তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিল। একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছিল তারা। কিন্তু ফাইনালে এসে আটকে গিয়েছিল একটি দলীয় প্রচেষ্টার সামনে—একটি অত্যন্ত ভালো অস্ট্রেলিয়া দলের সামনে। ভারতের তুলনায় হয়তো তারা একটু পিছিয়ে ছিল, কিন্তু এক ম্যাচের জন্য যথেষ্ট ভালো ছিল অস্ট্রেলিয়া।

এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের মধ্যকার ব্যবধান আরও বেশি। অস্ট্রেলিয়া তাদের মূল পেস আক্রমণ ছাড়াই খেলছে, এবং দুবাইয়ের কন্ডিশন সেই ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই ধরনের ম্যাচে পার্থক্যগুলো কম গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এক ম্যাচের পারফরম্যান্সই সব নির্ধারণ করে।

তবে অস্ট্রেলিয়ার কাছে এখনও ম্যাচ জেতার মতো অস্ত্র রয়েছে—বিশেষ করে ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে তার বিধ্বংসী ব্যাটিং এখনও তাজা স্মৃতিতে রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে রয়েছে অভিজ্ঞতা ও গভীরতা, সঙ্গে অ্যাডাম জাম্পার লেগস্পিন হতে পারে বড় ফ্যাক্টর।

ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ

গ্রুপ পর্বে ভারতের কিছু প্রশ্ন আড়ালে ছিল, কিন্তু এখন তারা আরও বড় হয়ে উঠেছে।

👉 বিরাট কোহলি সদ্য তার ৩০০তম ওয়ানডে খেলেছেন। কিন্তু কতদিন তিনি এই ফরম্যাটে থাকবেন?
👉 রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা কতদিন খেলবেন?
👉 তারা কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা করছেন, নাকি এই চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ হতে পারে?

যখনই তারা অবসর নেন, তারা নিশ্চিতভাবেই আরও একটি ওয়ানডে ট্রফি নিজেদের ঝুলিতে রাখতে চাইবেন।

বিরাট কোহলি ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন, আর তিনজনই ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দলের অংশ ছিলেন। কিন্তু বর্তমান প্রজন্ম, যারা হয়তো ভারতের ইতিহাসের অন্যতম সেরা ওয়ানডে দল, এখনও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।

অস্ট্রেলিয়া তাদের আগেও আটকে দিয়েছে। এবারও বাধা হয়ে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া।

সাম্প্রতিক ফর্ম:

🔹 ভারত: 🏆🏆🏆🏆🏆 (সর্বশেষ ৫ ওয়ানডে)
🔹 অস্ট্রেলিয়া: ✅❌❌❌❌

মঙ্গলবার দুবাইতে হবে হাইভোল্টেজ লড়াই। ভারত কি পারবে প্রতিশোধ নিতে, নাকি আবারও অস্ট্রেলিয়ার কাছে থমকে যাবে? ক্রিকেটবিশ্ব অপেক্ষায়।

সূত্রঃ ইএসপিএন

ইমরান

×