ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বিসিবির বোর্ড সভা

বেতন বাড়ছে শান্তদের, থাকছেন সিমন্স

প্রকাশিত: ২১:৪৯, ৩ মার্চ ২০২৫

বেতন বাড়ছে শান্তদের, থাকছেন সিমন্স

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ফারুক আহমেদের নেতৃত্বাধীন এ সভা থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে।

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) করা হয়েছে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। পাশাপাশি আর্থিক সুবিধা বাড়ছে ক্রিকেটারদেরও। 

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর স্টেডিয়ামটির কাজ থমকে যায়। এবার নামও বদলে গেল। পূর্বাচলে বহুল আলোচিত প্রস্তাবিত এই ক্রিকেট স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর আগস্টে ফারুক বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পরইবলেছিলেন, পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র। 

এদিকে ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই কোচ সিমন্স ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে দুজনকেই ধরে রাখতে চায় বিসিবি এবং দায়িত্ব দিতে চায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। অপেক্ষা এখন তাদের সম্মতি ও আলোচনা চূড়ান্ত করার। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের দায়িত্বে থাকা নিশ্চিত হয়েছে আগেই।

আর বেতন ও আর্থিক সুবিধা বাড়ানোর ক্ষেত্রে টেস্ট সংস্করণে খেলা ক্রিকেটারদের গুরুত্ব দিতে চায় বিসিবি।

মিরাজ/আশিক

×