ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ পেলেন অজিঙ্কা রাহানে

প্রকাশিত: ১৭:১৪, ৩ মার্চ ২০২৫

কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ পেলেন অজিঙ্কা রাহানে

ছবি: সংগৃহীত

আসন্ন আইপিএল এর ১৮তম আসরের পর্দা উঠবে আগামী ২২শে মার্চ,২০২৫।  প্রথম ম্যাচেই মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।  

অস্থিরতা কাটিয়ে অবশেষে অজিঙ্কা রাহানে-কে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল মেগা নিলামে দেড় কোটি টাকার বেস প্রাইসে অজিঙ্কা রাহানে-কে  দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স, তবে রিংকু সিংহ ও ভেঙ্কটেশ আইয়ারকে পেছনে ফেলে অধিনায়কত্ব রাহানে-কে দিয়ে চমকই সৃষ্টি করেছে কেকেআর। অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দেখা যাবে ভাইস ক্যাপ্টেন হিসেবে।

কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “অজিঙ্কা রাহানের মত একজন অভিজ্ঞ ও পরিপক্ক ক্রিকেটারকে আমাদের দলের নেতৃত্বের দায়িত্ব দিতে পেরে আমরা আনন্দিত ও নিশ্চিন্ত। “

তিনি আরও বলেন, “ভেঙ্কটেশ আইয়ার একজন অসাধারণ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তার মধ্যে নেতৃত্বের গুনাবলি রয়েছে।“

ভেঙ্কি মাইসোর আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার তারা একসাথে ভালোভাবে কাজ করবে এবং তাঁদের দলকে শিরোপা রক্ষার যাত্রা শুরু করবে।

অধিনায়ক পদে দাঁড়িয়ে রাহানে বলেন, এটি আমার জন্য সম্মানের যে কলকাতা নাইট রাইডার্সের মত একটি সফল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়ার সুযোগ আমি পেয়েছি।আমি মনে করি আমাদের দলের অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয় রয়েছে। সবার সাথে মিলেমিশে কাজ করতে এবং আমাদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি মুখিয়ে আছি।  

অজিঙ্কা রাহানে দেশের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত। রাহানে ২০১৮ ও ২০১৯ আসরে রাজস্থান রয়েলস এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। আইপিএল-এ এ পর্যন্ত সর্বমোট ২৫টি ম্যাচের নেতৃত্ব দিয়েছেন অজিঙ্কা রাহানে।

 

সুত্র: https://www.cricket.com/news/ipl-2025-ajinkya-rahane-named-kolkata-knight-riders-kkr-captain-332025-1740997130352

রাকিবুল

×