ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ভারত বধের আশায় বাংলাদেশ

জাহিদুল আলম জয়

প্রকাশিত: ২২:৫১, ২ মার্চ ২০২৫

ভারত বধের আশায় বাংলাদেশ

.

শিলংয়ে ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে লাল-সবুজের দেশ হামজা চৌধুরীর ভালো করা নিয়ে আশাবাদী অধিনায়ক জামাল ভূঁইয়া-

ফুটবলে সবসময়ই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। প্রতিবেশী দুই দেশ আরও একবার মুখোমুখি হওয়ার অপেক্ষায়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২৫ মার্চ মুখোমুখি হবে দেশ দু’টি। এ ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না লাল-সবুজের দেশ। ম্যাচটি সামনে রেখে শনিবার থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছেন জামাল, রহমত, সাদরা। সবাই একটাই প্রত্যয় ব্যক্ত করেছেন-ভাল খেলে ভারতকে হারাতে হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দলের অন্যতম সেরা ম্যাচের একটি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র। অর্ধ লাখের বেশি ভারতীয় দর্শকের বিরুদ্ধে ওই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন বাংলার ছেলেরা। ফরোয়ার্ড সাদ উদ্দিনের গোলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করতে হয়েছিল। প্রায় ছয় বছর পর আবারো সেই ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শিলংয়ে এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে কলকাতার পারফরম্যান্সই চান বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।  এ লক্ষ্যে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। ভারতের বিরুদ্ধে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিলং থেকে দেশে ফিরতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এ প্রসঙ্গে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মিডফিল্ডার বলেন, ‘অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে মনে করি, তাদের সঙ্গে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে আমরা প্রত্যাশা করি একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা তিন পয়েন্ট নিতে চাই।’ ইংলিশ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ দলে খেলতে যাচ্ছেন। এটাকে বড় অনুপ্রেরণা বলেও মনে করেন জামাল, ‘আমি মনে করি এই দলে হামজা সেরা প্লেয়ার। সম্ভবত সাউথ এশিয়াতেও সেরা খেলোয়াড়। হামজা এলে সেটা সম্ভবত টিমের জন্য সেরা বুস্টআপ হবে।’
ইতালির সিরি ডি লিগে খেলা ফাহামেদুলকে নিয়ে জামালের সাবধানী কথা, ‘ওকে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি আসলেই তাকে চিনি না, তার সম্পর্কে তথ্য দিতে পারব না। কোচ তাকে বাছাই করেছেন, অবশ্যই সে ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখব কী হয়।’ ভারত ম্যাচটি সবার কাছে বিশেষ কিছু। জামাল সে কথাই বলেছেন, ‘সবাই ভারতের বিরুদ্ধে ম্যাচ চায়, এই ম্যাচ খেলতে চায়। আমি মনে করি যারা এই দলে নেই; তারাও এই ম্যাচ খেলতে চায়। (ভারতে গিয়ে) আমরা সবশেষ ম্যাচ ভারতের বিরুদ্ধে খেলছি ২০১৯ সালে। আমি সেই একই খেলা চাই। কিন্তু এবার তিন পয়েন্ট তুলে নিতে চাই।’
ভারত সফরে শিষ্যদের কাছে সেরাটা চাইছেন স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাবরেরাও। তিনি বলেন, ‘আমরা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত ও রোমাঞ্চিত। খুবই বিশেষ একটি ম্যাচ, এখানে আমি এসে তিন বছর হয়ে গেছে, সম্ভবত এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিয়ে সত্যিই উজ্জীবিত। আমি মনে করি ক্যাম্পের সেরাটা পেতে পর্যাপ্ত সময়ে আমরা সঠিক প্রস্তুতি নিতে যাচ্ছি। আশা করি ছেলেরা তাদের সেরাটাই দেবে।’ জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রহমত মিয়াও ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। তিনি বলেন, ‘আমরা (ভারতের মাঠে) সল্টলেকে সবশেষ ম্যাচ খেলেছিলাম ২০১৯ সালে। ওই ম্যাচের অভিজ্ঞতা থেকে বলছি, অন্যান্য যে দলের বিরুদ্ধে আমরা যতই খেলি না কেন, ভারত যতই এগিয়ে যাক না কেন, আমরা তাদের হারাতে চাই। তারা অবশ্যই ভালো দল। যখন ভারতের বিরুদ্ধে খেলা হয় তখন আমাদের মধ্যে আলাদা একটা স্পিরিট কাজ করে। সবসময় ওদের বিরুদ্ধে ম্যাচে আমাদের মধ্যে একটা স্পিরিট থাকে। ভালো করার তাড়না থাকে।’
রহমত আরও বলেন, ‘টিম মিটিংয়ে জানানো হয়েছে, আসলে আমাদের লক্ষ্য কি। আমরা এখন যে পর্যায়ে খেলছি, তার চেয়ে ওপরের দলের সঙ্গে উন্নতি করতে ফিটনেস আরও ভালো করতে হবে। ভারতের বিরুদ্ধে কিভাবে খেলব কোচ সে নিয়ে দিকনির্দেশনা দেবেন।’ শিলংয়ের প্রস্তুতি সৌদি আরবে কেন? এমন প্রশ্নে রহমত বলেন, ‘শিলংয়ে কখনো যাইনি আমি। সৌদির আবহ আর আমাদের আবহ প্রায় একই রকম। সৌদিতে ক্যাম্প করার কারণ আমার মনে হয় সবাই ফোকাসড থাকবে। দেশে পরিবারের একটা ব্যাপার থাকে। একটা আলাদা অবস্থায় থেকে সবার সঙ্গে দলীয় বন্ধন তৈরি করা। আমার মনে হয় বেশ ভালো হবে।’

×