ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সিমন্স-সালাউদ্দিনের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২০, ১ মার্চ ২০২৫

সিমন্স-সালাউদ্দিনের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

.

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিভৃতেই শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিদেশী কোনো কোচিং স্টাফ ফেরেননি দলের সঙ্গে। গত নভেম্বরে দেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্বল্প মেয়াদে তাকে দেওয়া সেই দায়িত্ব ১৫ মার্চ শেষ হওয়ার কথা। আর প্রধান কোচ হিসেবে গত অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশে আসেন ফিল সিমন্স। এই ক্যারিবীয় সাবেক তারকার মেয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই রাখা হয় সে সময়। তাদের ভাগ্য নির্ধারণের সময় হয়েছে এবার। সিমন্স-সালাউদ্দিনের অধীনে বাংলাদেশ দলের পারফর্ম্যান্স, ক্রিকেটারদের সঙ্গে তাদের বোঝাপড়া কিংবা বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাদের কর্মকা- ইত্যাদি পর্যালোচনা করা হবে। সেজন্য সোমবার বোর্ডসভা আহ্বান করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। এই সভা থেকেই সিমন্স-সালাউদ্দিনের পাশাপাশি স্পিন পরামর্শক মুশতাক আহমেদের ভাগ্য নির্ধারিত হতে পারে এবং একই সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। 
সিমন্স-সালাউদ্দিনের অধীনে তেমন একটা উন্নতি করতে পারেনি বাংলাদেশ দল। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একেবারে ভরাডুবি হয়েছে। সিমন্সের অধীনে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে। সালাউদ্দিনও ছিলেন। ক্যারিবীয় দ্বীপে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ কিন্তু টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে এবং টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। তবে এই সিরিজের পর আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হেরেছে ২-১ ব্যবধানে। এই হারে বেশ সমালোচিত হয়েছে বাংলাদেশ দল। আর এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ভরাডুবি। এই কয়েকটি সিরিজে সিমন্স ও সালাউদ্দিনের অধীনে বাংলাদেশের পারফর্ম্যান্স পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেবে বিসিবি। সিমন্সকে দায়িত্ব দেওয়ার সময়েই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছে। এই সময়ে তার আচরণ, ক্রিকেট মেধা, কোচিং কৌশল ও ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের বিষয়টিও পর্যালোচনা করা হবে। সেই ভাগ্যটা নির্ধারণ করা হতে পারে সোমবার। ফারুকের অধীনে চলমান বোর্ড মূলত ফোকাস করছে দেশী কোচদের সংযোজন করার। আর সেজন্য ইতোমধ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ করা হয়েছে সারোয়ার ইমরানকে। সেই প্রক্রিয়ায় প্রধান কোচের পাশাপাশি পুরুষ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে পরখ করা হয়েছে। এবার তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। এমনও হতে পারে সিমন্সকে সরিয়ে সালাউদ্দিনকেই প্রধান কোচ করা হতে পারে।
স্পিন পরামর্শক হিসেবে পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাক অস্থায়ী দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরেই। তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করতে যাচ্ছে বিসিবি, এমনটাই জানা গেছে। তার কাজে বিসিবি বেশ সন্তুষ্ট। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে মুশতাকও জানিয়েছেন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। মুশতাকও দীর্ঘ মেয়াদে কাজ করতে রাজি। সেক্ষেত্রে মুশতাকের থেকে যাওয়া প্রায় নিশ্চিত বলা যায়। চলতি বছর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হয়নি। সোমবারের বোর্ড সভায় সেটিও করা হতে পারে। তাই বেশ গুরুত্বপূর্ণ সভা হতে চলেছে সেদিন।

×