ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘তারুণ্য মার্শাল আর্ট একাডেমি’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২০:৫২, ১ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫৫, ১ মার্চ ২০২৫

মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘তারুণ্য মার্শাল আর্ট একাডেমি’

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন’র ব্যবস্থাপনায় এবং ‘তারুণ্যের মার্শাল আর্ট একাডেমি’র আয়োজনে অনুষ্ঠিত তারুণ্যের আত্মরক্ষায় মার্শাল আর্ট জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১ মার্চ) রাজধানীর মিরপুরে মডেল একাডেমি’র মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সান্দা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘তারুণ্য মার্শাল আর্ট একাডেমি’। তারা ১৩টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জপদক জিতেছে।

তাউলু ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের ‘ড্রিম কমব্যাট উশু এ্যান্ড কুংফু একাডেমি’। তারা জিতেছে ১৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পদক তুলে এ্যাডভান্স টেকনোলজি কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম।

তারুণ্য মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় পাঁচ দলের ২৫টি তাউলু এবং ১৫টি সান্দা ইভেন্টে ৭০ জন পুরুষ এবং ৫০ জন নারী কারাতেকা অংশ নেন।

রুমেল/রাকিব

×