ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

তামিম বাদে কোন ক্রিকেটারের বোধশক্তি নেই কখন অবসর নিতে হবে

প্রকাশিত: ১৭:০৩, ১ মার্চ ২০২৫

তামিম বাদে কোন ক্রিকেটারের বোধশক্তি নেই কখন অবসর নিতে হবে

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের উত্থান বলতে কি আদৌ কিছু আছে? সেই এক যুগ আগে কোন একটা বড় দলকে আচমকা হারাতে পারলেই যেভাবে মাথায় তুলে নাচা হতো এখনও ঠিক সেই জায়গাতেই আছে। বড় দলের বিপক্ষে জয়টাকে নিয়মিত করতে না পারাটাই বুঝিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট যে বাস্তবে এখনও বড় দল হতে পারেনি।

তার সাথে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীন মনোভাব এবং সঠিক সময়ে সঠিক কাজ না করার স্বভাবতো আছেই। ক্রিকেট বোর্ডেরও একই দশা।

এসব কিছু নিয়েই ক্ষোভ ঝেড়েছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম।

মুশফিক-রিয়াদরা এতো বছরেও দলকে কিছু জেতাতে পারলোনা। আজিম উদাহরণ টেনে বলেন, "রোহিত শর্মাকে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি।"

তিনি আরও বলেন, "২০২৪ সালে টি টুয়েন্টি বিশ্বকাপ জিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একসাথে অবসর নিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে এই বোধটুকু নাই যে কিভাবে সম্মানের সাথে দল থেকে বিদায় নেওয়া যায়, তামিম ইকবাল ছাড়া।"

আবীর

×