ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ বাছাই: ব্রাজিলের প্রাথমিক দল থেকে নেইমার-অস্কার বাদ!

প্রকাশিত: ১০:২০, ১ মার্চ ২০২৫

বিশ্বকাপ বাছাই: ব্রাজিলের প্রাথমিক দল থেকে নেইমার-অস্কার বাদ!

অস্কার-নেইমার

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার জুনিয়র, আর প্রায় ৯ বছর পর ব্রাজিলের রাডারে এসেছেন অস্কার।

তবে নেইমার ও অস্কারের চূড়ান্ত দলে থাকা এখনো নিশ্চিত নয়। কোচ দরিভাল জুনিয়র ঘোষিত এই প্রাথমিক স্কোয়াড থেকে আগামী সপ্তাহে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে, নেইমার ও অস্কারের জাতীয় দলে ফেরার অপেক্ষা ফুরোচ্ছে কি না।

নেইমারের প্রত্যাবর্তন
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে এবার তিনি প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। তবে চূড়ান্ত স্কোয়াডে তার থাকা নির্ভর করবে ফিটনেস ও সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর।

অস্কারের চমকপ্রদ প্রত্যাবর্তন
চাইনিজ লিগ থেকে চলতি বছরের জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেওয়া অস্কারকেও দলে রেখেছেন কোচ দরিভাল জুনিয়র। ২০১৬ সালের পর থেকে ব্রাজিল দলে অনুপস্থিত থাকা এই মিডফিল্ডার অবশেষে জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে।

আগামী ম্যাচগুলো
আগামী ২১ মার্চ ব্রাজিল নিজেদের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাবে সেলেসাওরা।

ব্রাজিলের বর্তমান অবস্থান
বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে মার্চের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে ভালো ফল করতেই হবে সেলেসাওদের।

রাজু

×