ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ভুল থেকে শিক্ষা নিয়ে জিততে চান স্বপ্না-সৌরভীরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ভুল থেকে শিক্ষা নিয়ে জিততে চান স্বপ্না-সৌরভীরা

.

নানা ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে নতুন ও বদলে যাওয়া দল। প্রতিপক্ষও নতুন, অজানা ও শক্তিশালী। ফলে এমন দল যে টানা দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জিতে দেশে ফিরবে, এমনটা আশা করা বাতুলতা। প্রথম ম্যাচে হয়েছেও তাই, হেরে গেছে বহুল আলোচিত এই দলটি। কিন্তু তাই বলে মোটেও খারাপ খেলেনি তারা। এজন্যই দ্বিতীয় ম্যাচের আগে আশার সঞ্চার হয়েছে হয়ত তারা পরের ম্যাচে আরও শ্রেয়তর নৈপুণ্য প্রদর্শন করবে। সমুজ্জ্বল হবে স্বীয় নৈপুণ্যে। বলা হচ্ছে ‘বাংলার বাঘিনী’ খ্যাত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কথা, যারা এখন দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সফর করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিক আমিরাতের কাছে ৩-১ গোলে হেরে গেছে সফরকারী বাংলাদেশ। কাল রবিবার একই ভেন্যুতে (আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্স) একই প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে অবতীর্ণ হবে পিটার জেমস বাটলারের শিষ্যরা।
এই লক্ষ্যে শুক্রবার ম্যাচ ভেন্যুতে যথারীতি অনুশীলনে ঘাম ঝরিয়েছে ‘বেঙ্গল টাইগ্রেসেস’রা। অনুশীলনের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে দলের দুই ফুটবলারের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়া হয়। বাফুফে পরে ওই ‘ভিডিও ইন্টারভিউ’ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে।
মিডফিল্ডার স্বপ্না রানী ম-ল তার প্রতিক্রিয়ায় বলেন, প্রথম ম্যাচে আমিরাতের সম্পর্কে জানা ছিল না তারা কেমন খেলে। সে ম্যাচে যেসব ভুল হয়েছে, সেগুলো থেকে আমরা শিখেছি। টিম মিটিংয়ে কোচ আমাদের যেভাবে ইনফরমেশন দিয়েছেন। মোট কথা, প্রথম ম্যাচে যেসব ভুল হয়েছে, সেগুলো যেন পরের ম্যাচে আর না হয়, সেদিকেই লক্ষ্য থাকবে। পরের ম্যাচের লক্ষ্য কী? অবশ্যই টার্গেট থাকবে উইন করা। জয় নিয়েই দেশে ফিরতে চাই। স্বপ্নার সপ্রতিভ উত্তর।
ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি বলেন, আলহামদুলিল্লাহ ভালো ট্রেনিং চলছে। আমরা অনেক কিছুই শিখতে পারছি। আর আমাদের কোচ মাঠে আমরা কি কি ভুল করেছি, সেগুলো ধরিয়ে দিয়েছেন আজকের (শুক্রবার) প্র?্যাকটিসে। তো, সবকিছু মিলেই ভাল চলছে।
পরের ম্যাচের লক্ষ্য কী?  কোচ যেভাবে বলবেন সেভাবেই খেলার চেষ্টা করব। শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলা হচ্ছে। এটা আমাদের কাজে আসবে। আগামীতে যদি আমরা এমন আরও বেটার টিমের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, তাহলে আমাদের ইমপ্রুভ হবে।

×