ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

৫৩তম জাতীয় স্কুল প্রতিযোগিতায় অবিস্মরণীয় সাফল্য

কুষ্টিয়ার দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা

প্রকাশিত: ১৯:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ার দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা

৫৩তম জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অবিস্মরণীয় সাফল্য পাওয়া কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী ও বিখ্যাত দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) দুর্বাচারা হাইস্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজনা করা হয়। প্রতিযোগিতায় দুর্বাচারা হাইস্কুলের মেয়েরা স্কুল পর্যায় থেকে জয়ের ধারা ধরে রেখে বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করে। সেখানে চূড়ান্ত লড়াইয়ে ঢাকা বিভাগের কাছে হেরে রানার্সআপ হলেও পুরো আসরে তাদের খেলা  সবার প্রশংসা কুড়িয়েছে। প্রতিপক্ষ ঢাকা বিভাগের পক্ষে ক্লাবের হয়ে খেলা পেশাদার ক্রিকেটারদের খেলানোর অভিযোগ করেছে খুলনা বিভাগ। 

২৭ ফেব্রুয়ারি দারুণ সাফল্য নিয়ে চট্টগ্রাম থেকে দুর্বাচারা প্রত্যাবর্তন করে দুর্বাচারা বালিকা বিদ্যালয় ক্রিকেট দল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ ও কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো-ভিপি মো: সালাহ্ উদ্দিন। তিনি বিজয়ী মেয়েদের ফুলেল ভালবাসায় বরণ করে নেন। মেয়েদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সভাপতি বলেন, মেয়েরা আমাদের দুর্বাচারা, কুষ্টিয়া তথা খুলনা বিভাগের নাম উজ্জ্বল করেছে। তাদের সাফল্যে আমরা গর্বিত। আশা করি এমন সাফল্য অব্যাহত থাকবে। মেয়েরা যেন আরও ভাল করতে পারে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মো: সাইদুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি আব্বাস উদ্দিন, গ্রুপ ক্যাপটেন মোছা: তাসফিয়া করবীসহ আরও অনেকে। 

এর আগে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।১৯ ফেব্রুয়ারি খুলনা স্টেডিয়ামে উপ-আঞ্চলিক বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় বরিশাল বিভাগকে  পরাজিত করে দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। তার আগে ১৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের খেলায় জয়লাভ করে খুলনা বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় দুর্বাচারার বালিকারা। 

দুর্দান্ত ধারাবাহিকতা ধরে স্কুল পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে উঠে আসে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা।  গত ৪ ফেব্রুয়ারি জেলার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে কুষ্টিয়া সদর উপজেলার সেরা হয়েছিল দুর্বাচারা। এরপর ৯ ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে  খোকসা উপজেলাকে কোনো রকম পাত্তা না দিয়ে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জেলা পর্যায়ে শিরোপা জয় করে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়। জেলা চ্যাম্পিয়ন হওয়ার পর বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে দুর্বাচারা।

 

জাহিদুল আলম জয় /রাজু

×