ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

না জিতেও কয়েক কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে আর্থিক লাভ বাংলাদেশের

প্রকাশিত: ২০:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে আর্থিক লাভ বাংলাদেশের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশার মিশন শেষ করেছে বাংলাদেশ দল। আজ শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেে সর্বশেষ লড়াইটি হয়নি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এতে ক্রিকেটীয় কোনো লাভ না হলেও আর্থিকভাবে লাভবান হয়েছে বাংলাদেশ দল। কারণ প্রাইজমানি হিসেবে কয়েক কোটি টাকা বাড়তি আয় করবে এখন বাংলাদেশ দল। সেই বাড়তি প্রাইজমানি আড়াই কোটি টাকাও হতে পারে।

আইসসিি চ্যাম্পয়িন্স ট্রফিতে এবার প্রথম দুই ম্যাচেই হার দেখেছেে বাংলাদেশ এবং আরেকটি ম্যাচ হয়ছেে পরত্যিক্ত। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানও পেয়েছে ১ পয়েন্ট। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে ‘এ’ গ্রুপে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তাই সার্বিকভাবে ৭ নম্বর অবস্থান নিশ্চিত হয়েছে। না জিতেও প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রাইজমানি পাবে বাংলাদেশ। মার্কিন ডলারের হিসেবে অংশগ্রহণ ফি বাবদ ১ লাখ ২৫ হাজার, সপ্তম কিংবা অষ্টম স্থানে থাকার জন্য ১ লাখ ৪০ হাজার প্রাইজমানি তো আছেই। ম্যাচ জিতলে ৩৪ হাজার ডলার। বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না পারলেও পাকিস্তানের বিপক্ষে আজ পয়েন্ট ভাগাভাগি করায় ১৭ হাজার ডলার অতিরিক্ত পাবে। সবমিলিয়ে ২ লাখ ৮২ হাজার মার্কিন ডলার বা ৩ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা নিশ্চিতভাবেই পাচ্ছে বাংলাদেশ। এই প্রাইজমানি গ্রুপ পর্বের খেলা শেষে আরও বাড়তে পারে।

‘বি’ গ্রুপে ইংল্যান্ড শেষ ম্যাচ হারলে বাংলাদেশ ৬ষ্ঠ অবস্থানে থেকে শেষ করবে। তখন পাকিস্তান সপ্তম ও ইংল্যান্ড অষ্টম হবে। সেক্ষেত্রে প্রাইজমানির এই অঙ্ক অনেক বেড়ে যাবে বাংলাদেশের। কারণ ৫ কিংবা ৬ নম্বরে থাকা দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যেটি সপ্তম ও অষ্টম স্থানের জন্য মাত্র ১ লাখ ৪০ হাজার ডলার।

ইংল্যান্ড যদি শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় সেটি হবে বাংলাদেশের জন্য আর্থিকভাবে দারুন লাভজনক। সেক্ষেত্রে সবমিলিয়ে বাংলাদেশের প্রাইজমানি দাঁড়াবে ৪ লাখ ৯২ হাজার মার্কিন ডলার। টাকার অঙ্কে এর পরিমাণ ৫ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৮৪০! অর্থাৎ ইংল্যান্ডের হারের কারণে বাংলাদেশ পাবে বাড়তি  ২ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

 

মামুন /রাজু

×