ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

শাস্তির পর মেসির গোল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

শাস্তির পর মেসির গোল

লিওনেল মেসি

মেজর লিগ সকারে গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইন্টার মিয়ামি। সেই ম্যাচের শেষে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ দলের সহকারী কোচ মেহেদি বেল্লাউচির ঘাড় চেপে ধরেছিলেন লিওনেল মেসি। সেই অপরাধের জন্য বুধবার আর্জেন্টাইন মহাতারকাকে জরিমানা করে লিগ কর্তৃপক্ষ। যদিওবা জরিমানার টাকার পরিমাণটা জানানো হয়নি। সেই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড় বার্ক রিসার গলা চেপে ধরায় জরিমানা করা হয় মেসির সতীর্থ লুইস সুয়ারেজকেও। 
সেই শাস্তি নিয়েই বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলতে নামেন মেসি-সুয়ারেজ। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে স্পোর্টিং কেসির বিপক্ষে এদিন দুই তারকাই গোল করেন। মেসি-সুয়ারেজের করা গোলের সৌজন্যেই ইন্টার মিয়ামি ৩-১ ব্যবধানে জয় পায় ইন্টার মিয়ামি। সেইসঙ্গে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতেও জায়গা করে নেয় দলটি।
ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে ইন্টার মিয়ামিকে প্রথম এগিয়ে দেন লিওনেল মেসি।  লুইস সুয়ারেজের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন, এরপর বল মাটিতে পড়লে হাফ-ভলিতে জোরালো শটে প্রতিপক্ষের জালে জড়ান এলএম টেন। প্রথমার্ধের যোগ করা সময়ে মিয়ামির হয়ে বাকি দুটি গোল করেন তাদের আলেন্দে এবং লুইস সুয়ারেজ।

নিউইয়র্কের মেমো রদ্রিগেজ ৬৩ মিনিটে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ  ষোলোর টিকিট কাটে ডেভড বেকহ্যামের দল।

×