ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

জাদরানের ১৭৭ রানের জাদুকরী ইনিংস

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

জাদরানের ১৭৭ রানের জাদুকরী ইনিংস

রেকর্ডগড়া ইনিংস খেলে দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন আফগান তারকা ইব্রাহিম জাদরান

বেন ডাকেট এই কষ্ট সইবেন কী করে! অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইতিহাস গড়া সেঞ্চুরির পরও হেরেছিল তার দল ইংল্যান্ড। মাত্র তিনদিন আগের ঘটনা সেটি। এবার সেই লাহোরে তারই সামনে দিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে রেকর্ডটা ছিনিয়ে নিলেন ইব্রাহিম জাদরান! বুধবার বি-গ্রুপে সেমির রেসে টিকে থাকার এ ম্যাচে ৭ উইকেটে ৩২৫ রানের বড় স্কোর গড়ে আফগানিস্তান। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কায় জাদরান উপহার দিয়েছেন ১৭৭ রানের মনোমুগ্ধকর এক ইনিংস।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। সর্বোপরি আইসিসির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে আফগানিস্তানের দ্বিতীয় সেঞ্চুরি এটি, দুটিই জাদরানের! ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন অপরাজিত ১২৯ রান। যদিও ওয়াংখেড়ে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ডাবল সেঞ্চুরির কাছে সেদিন হারতে হয়েছিল আফগানদের।  টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের হয়ে ওপেনিংয়ে নামেন জাদরান।

৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলের হাল ধরে এগিয়ে নিয়ে গেছেন প্রতিভাবান এ ব্যাটার। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। ৬৫ বলে হাফ ফিফটি করা জাদরান সেঞ্চুরিতে পা-রাখেন ১০৬ বলে। শেষ পর্যন্ত ১৪৬ বলে ১৭৭ রান করে লিভিংস্টোনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন আর্চারকে ক্যাচ দিয়ে। তার আগেই ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ওপেনার বেন ডাকেটের করা ১৬৫ রানের রেকর্ড ইনিংস।

১৪৩ বলে ১৬৫ রানের সেই ইনিংসটা ডাকেট খেলেছেন লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৭৭ বলে ১৪৫ রান করে অপরাজিত ছিলেন অ্যাস্টল। অ্যান্ডি ফ্লাওয়ার ১৬৪ বলে ১৪৫ রান করেছিলেন ২০০২ সালে ভারতের বিপক্ষে।

শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, ওয়ানডেতে আফগানিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও নতুন করে গড়েছেন জাদরান। এর আগের রেকর্ডটা তারই ছিল, ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১৬২ রানের ইনিংস। ৩৫তম ওয়ানডেতে ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ষষ্ঠ সেঞ্চুরি এটি। একটি সেঞ্চুরি আছে টেস্টেও। অধিনায়ক হাশমাতউল্লাহ শাহীদি ৪০, আজমতউল্লাহ ওমরজাই ৪১ ও মোহাম্মদ নবীর ৪০ রানে রানের পাহাড় গড়ে আফগানরা।

ইংল্যান্ডের হয়ে পেসার জোফরা আর্চার ৩ ও স্পিনার লিয়াম লিভিংস্টোন নিয়েছেন ২ উইকেট। জাদরানের এই সেঞ্চুরিতে এবারের আসরে সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১০। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এক আসরে এটাই সর্বোচ্চ সেঞ্চুরি। এই আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি পেয়েছিল ৬টি দেশের ব্যাটাররা। ৭ম দেশ হিসেবে সেঞ্চুরির দেখা পেল আফগানরা। আছে বাংলাদেশের তাওহীদ হৃদয়ের নামও। তবে সেঞ্চুরি পাননি কোনো পাকিস্তানি ব্যাটার।

×