ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

নাহিদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের ইরফান পাঠান!

প্রকাশিত: ২১:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নাহিদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের ইরফান পাঠান!

ছবি: সংগৃহীত

তরুণ টাইগার নাহিদ রানার দুর্দান্ত বোলিং মুগ্ধ করেছে সবাইকে। বিশেষ করে ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, “আগামীতে নাহিদ রানা বাংলাদেশের সেরা পেসার হয়ে উঠতে পারেন। তার উচ্চতা ও গতি দারুণ, তবে তিনি কিছুটা দেরিতে ক্রিকেট শুরু করেছেন। তাই তার আশপাশের কোচদের তার যত্ন নিতে হবে।”

পাঠানের এই পোস্টে বহু রিপোস্ট হয়েছে, যেখানে কেউ তার উচ্চতার প্রশংসা করেছেন, আবার কেউ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। অভিষেকের পর থেকেই তিনি ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশাপও তার প্রশংসা করে বলেছিলেন, “বাংলাদেশের উচিত যথাযথ স্ট্রেন্থ কন্ডিশন বিশেষজ্ঞ এবং ডায়েটেশিয়ান নিয়োগ করা, বিশেষ করে নাহিদ রানা ও ফাস্ট বোলিং গ্রুপের উন্নতির জন্য।”

নাহিদ রানা নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছেন। সেই সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজাও তার প্রশংসায় ভাসিয়েছিলেন।

তিনি পরামর্শ দিয়েছিলেন, বাংলাদেশকে নাহিদের ফিটনেসের দিকে বিশেষ নজর দিতে হবে এবং বুঝতে হবে কোন ফরম্যাটের জন্য তিনি সবচেয়ে বেশি উপযোগী। তার মতে, “অযথা টানা খেলিয়ে তাকে নষ্ট করা যাবে না। তিনি বাংলাদেশের সম্পদ।”

বিশ্ব ক্রিকেটে গতি তারকাদের নিয়ে সবসময়ই আলাদা আগ্রহ থাকে। শোয়েব আখতারের মতো এক্সপ্রেস পেসার তৈরির স্বপ্ন অনেক দেশেরই থাকে। নাহিদ রানার সাম্প্রতিক পারফরম্যান্সে সেই সম্ভাবনার ইঙ্গিত মিলছে। তার গতি ও আগ্রাসী বোলিং ইতোমধ্যে ক্রিকেটবিশ্বে সাড়া ফেলেছে।

তাই ইরফান পাঠান থেকে শুরু করে ইয়ান বিশাপ, রমিজ রাজা—সবাই একবাক্যে একমত, যথাযথ পরিচর্যা পেলে নাহিদ রানা বাংলাদেশের পেস আক্রমণের ভবিষ্যৎ হতে পারেন।

ভিডিও দেখুন: https://youtu.be/W6DAImQFhws?si=h8lu1GeneApbrPvO

এম.কে.

×