ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান ম্যাচ মুশফিক-রিয়াদের ‘অবসরের’ বড় সুযোগ! 

প্রকাশিত: ২১:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তান ম্যাচ মুশফিক-রিয়াদের ‘অবসরের’ বড় সুযোগ! 

ছবি সংগৃহীত

ভারত ও নিউজিল্যান্ডের কাছে বড় হারে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। দুবাইয়ে প্রথম বলেই ০ রানে আউট মুশিফিকুর রহিম রাওয়ালপিন্ডিতে ৫ বল মোকাবিলায় মাত্র ২ রান করে অত্যন্ত দৃষ্টিকটু ভাবে সাজ ঘরে ফেরেন। চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফেরা মাহমুদুল্লাহ ১৪ বলে ৪ রান করে অনেকটা শিক্ষানবিশের মতো আউট হন।

বৃহস্পতিবার পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ বাংলাদেশের। আইসিসির বড় ইভেন্ট থেকে দুজনের অবসর নেওয়ার সুযোগ দেখছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল,‘জানি না মুশফিক-রিয়াদ আরও চালিয়ে যাবে কি না। তবে এখান থেকে যদি বিদায় নেয়, এটা একটা বিরাট প্ল্যাটফর্ম হতে পারে যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বলে বিদায় নিচ্ছে। তাহলে হয়ত তারা একাদশে থাকবেন।’

আশরাফুল অবশ্য বলেন, 'এটা একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয়। দুজনই যথেষ্ট ফিট আছেন, খেলা উপভোগ করছেন। আমি আপনি কী ভাবছেন এটা গুরুত্বপূর্ণ নয়। ২০২৩ বিশ্বকাপ রিয়াদ যেভাবে খেলেছে, যদি অবসর নিয়ে নিত তাহলে মানুষ শ্রদ্ধা করত। আবার দুই ধরনের পরিস্থিতিই আছে। আমরা ভাবছি তরুণদের সুযোগ দিবেন। কিন্তু তারাও তো ভালো করতে পারছে না।’ 

তিনি জানান, '২০১৫ বিশ্বকাপে সাঙ্গাকারা ৪টি সেঞ্চুরি করেছিল। সহজেই আরও ২-৩ বছর খেলতে পারত। সে কিন্তু ছেড়ে দিয়েছিল। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দুইজনই সুপার ফিট। ফিটনেস লেভেলও ভাল। সে জায়গায় এটা তাদের কল।’

৩৯ বছর বয়সি মাহমুদুল্লাহ ২০২৭ থেকে ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ৯ সেঞ্চুরিতে রান ১১০৪৭। ৩৮ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটার মুশি খেলছেন ২০ বছর, ২০০৫ থেকে! ২০ সেঞ্চুরিতে তার রান ১৫৩০২। 

রিয়াদ ও মুশফিকের অবসর নিয়ে নানা কানাঘুষা আছে ক্রিকেট পাড়ায়। এমনও শোনা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে একটি ওয়ানডে আয়োজন করে রিয়াদ-মুশফিককে বিদায় দিতে চায় বিসিবি। থামার সময়টা বোধহয় চলেই এলো। 

মিরাজ/আশিক

সম্পর্কিত বিষয়:

×