ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

টেনিস ফেডারেশনের বিরুদ্ধে একগাদা অভিযোগ!

প্রকাশিত: ২০:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

টেনিস ফেডারেশনের বিরুদ্ধে একগাদা অভিযোগ!

বাংলাদেশ টেনিস ফেডারেশনের বর্তমান এ্যাডহক কমিটির স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন খেলোয়াড় ও কোচেরা। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সের ভেতরে এই মানববন্ধন করেন তারা

অভিযোগ করে কোচ রাশেদুল ইসলাম বলেন, ‘ফেডারেশন থেকে বহিষ্কৃত কোচ অমল রায় সহ-প্রশাসনিক কর্মকর্তা সবুজ উদ্দিনকে লাঞ্ছিত ও হামলা করে আহত করার পরও বর্তমান অযোগ্য কমিটি তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ফের কোচের দায়িত্ব দেয়।’

তিনি যোগ করেন, ‘বিনা প্রশিক্ষণে টেনিসের বিশ্বকাপ খ্যাত ডেভিস কাপে খেলতে গিয়ে ইয়েমেন ও তাজিকিস্তানকে হারায় বাংলাদেশ। ফলে ১৫টি দলের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেন ইয়ামিন মুন্না। তারপরও তাদেরকে সংবর্ধনা ও আর্থিকভাবে সহযোগিতা করা হয়নি। এমনকি তাকে ভাল ফল বয়ে আনতে আবাসনের মতো ব্যবস্থাও করেনি বর্তমান কমিটি।’ 

রাশেদুল জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, ‘সর্বপরি দেশের টেনিস ফেডারেশনের এ্যাডহক কমিটি একের পর এক দুর্নীতি ও অযোগ্যতায় বিস্মিত ও ব্যথিত আমরা টেনিস পরিবার। এই দুর্নীতিবাজ ও অযোগ্য এ্যাডহক কমিটিকে অনতিবিলম্বে অপসারণ করার জোর দাবি জানাচ্ছি।’

কোচ নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘বাহরাইনে এমন একজনকে কোচ করা হয়েছে যার সনদ নেই।’ জাতীয় টেনিস দলের অন্যতম খেলোয়াড় হানিফ মুন্না। তিনি এই কমিটির প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘ডেভিস কাপে আমরা ভালো ফল করে এলাম, কিন্তু বর্তমান কমিটি আমাদের সেভাবে মূল্যায়নই করল না।’

নিজের প্রতি অবিচার দাবি করে তিনি বলেন, ‘আমি একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড়, কিন্তু টেনিস কমপ্লেক্সে আমার আবাসন ব্যবস্থা ভালো নয়। কষ্ট করে থাকতে হয়।’ চলমান জাতীয় টেনিস প্রতিযোগিতায় খেলতে এসেছে রাজশাহী টেনিস কমপ্লেক্স।

সেই দলের খেলোয়াড় ইয়াসিন আরাফাত বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশে টেনিসে এখনো বৈষম্য চলছে। আমরা রাজশাহী ও অন্য দল শুধু দুপুরের খাবার পাচ্ছি, কিন্তু বিকেএসপিকে তিন বেলাতেই খাবার দেয় ফেডারেশন, এটা কি বৈষম্য নয়?’

তবে ফেডারেশনের এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি মাত্র তিন মাস। এর মধ্যে বিদেশি একাধিক দল খেলে এসেছে। জাতীয় পর্যায়েও তিনটি টুর্নামেন্ট করছি। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে টেনিসের উন্নয়নের চেষ্টা করছি। এর মধ্যেও যারা এই প্রশ্নগুলো উথাপিত করছে সেটা অবশ্যই দুরভিসন্ধিমূলক।’
 

রুমেল/আশিক

×