ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

জুলাইয়ে বাংলাদেশ সফরে সিরিজ খেলবে পাকিস্তান দল

প্রকাশিত: ২০:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জুলাইয়ে বাংলাদেশ সফরে সিরিজ খেলবে পাকিস্তান দল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও একটি ম্যাচ বাকি বাংলাদেশের। ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলে পরদিনই দেশে ফিরবে বাংলাদেশ দল। কারণ আগেভাবেই চলতি আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে। চলতি বছর সেই পাকিস্তান দলের সঙ্গে আরও দুই দফা মাঠে নামবে বাংলাদেশ। মে মাসের শেষদিকে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এর বাইরে জুলাইয়ে বাংলাদেশ সফরে দল পাঠাতে সম্মত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পিসিবি প্রধান মহসিন নকভির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আলোচনায় বসেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। সেই আলোচনার পর দুই বোর্ড সমঝোতায় এসেছে এফটিপির বাইরে একটি স্বল্প পরিসরের সিরিজ খেলার জন্য। এফটিপি বাইরে জুলাই-আগস্টে বাংলাদেশে এসে ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান দল। 

এফটিপি অনুসারে মে মাসের শেষদিকেই পাক সফরে গিয়ে ৩ ওয়ানডে ও ৩ টি২০ খেলবে বাংলাদেশ। এরপর জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ খেলে দেশে ফিরেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটি খেলবে টাইগাররা। 

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আরেকটি ম্যাচ খেলেই ফিরতে হবে দেশে। পরবর্তী আন্তর্জাতিক ব্যস্ততা আগামী মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের সিরিজ। মে মাসে পাকিস্তান সফর ও জুনে শ্রীলঙ্কা সফর শেষে আগস্টে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে হোম সিরিজ বাংলাদেশের। 

এর মাঝেই ঘরের মাটিতে আরেকটি সিরিজ নিশ্চিত হল বাংলাদেশ দলের। তবে এই সিরিজ খেলার জন্য পিসিবিকে তাদের এফটিপিতে থাকা দুয়েকটি সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনতে হবে। সেই কাজটাই এখন করবে পিসিবি।

মামুন/রাজু

×