ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

দেশকে কিছু না জিতিয়েও মুশফিক-রিয়াদকে এতদিন খেলানোর মানে কি : কার্তিক

প্রকাশিত: ১৬:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দেশকে কিছু না জিতিয়েও মুশফিক-রিয়াদকে এতদিন খেলানোর মানে কি : কার্তিক

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নষ্ট করছেন মুশফিক, মাহমুদুল্লাহরা; এমন প্রশ্ন তুললে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদেরই মাথা খারাপ হওয়ার জোগাড় হবে। কারণ বাংলাদেশের জার্সি গায়ে দীর্ঘদিন ধরে খেলছেন রিয়াদ-মুশি। বিশেষত, ওয়ানডে ফরমেটে নিয়মিত দুই মুখ এই দুইজন।

বাংলাদেশের ট্রফি ক্যাবিনেট শূন্য, নেই কোন আন্তর্জাতিক শিরোপা। তবুও বাংলাদেশের ক্রিকেটের যা কিছু অর্জন তার সবটা জুড়েই আছেন মুশফিক, রিয়াদরা।

বাংলাদেশের ক্রিকেটের উত্থান যতটুকু সাধিত হয়েছে তার পুরো সময়টা জুড়েই রিয়াদ-মুশি ছিলেন দলের সাথে। সেদিক থেকে কৃতজ্ঞ থাকতে হবে বাংলাদেশি সমর্থকদের।

তবে বিদেশিরা এই ব্যাপারটা নিয়ে মোটেও এভাবে ভাবেন না। বারবার ব্যর্থ হওয়ায় তাদের একহাত নিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক। কার্তিক বলেন, "তারা ১৬-১৭ বছর ধরে একসাথে খেলছেন, কিন্তু দেশের জন্য কিছু জিততে পারেননি। তাহলে এত লম্বা সময় তাদের খেলানোর লাভটা আসলে কি!"

আবীর

×