ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

‘বুড়ো’ কোহলির বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

‘বুড়ো’ কোহলির বিশ্বরেকর্ড

ম্যাচ শেষে বাবর আজমের সঙ্গে হাত মেলাচ্ছেন বিরাট কোহলি

বাইশ গজে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট প্রায়ই জ্বলে ওঠে। পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ থাকলে মেন ইন ব্লু’র তারকারা তো আলাদা মেজাজেই থাকেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার দুবাইয়েও পাকিস্তান বধ করেছে ভারত। গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ের নায়ক বিরাট কোহলি। হাঁকিয়েছেন ওডিআই ক্যারিয়ারের ৫১তম সেঞ্চুরি। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি।
দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে এদিন ৩৬ বছর ১১০ দিন বয়সে তিন অংকের  মেজিক্যাল ফিগার স্পর্শ করেন বিরাট কোহলি। তার আগে এই কীর্তি ছিল কুমার সাঙ্গাকারার। ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ বছর ২২৯ দিন বয়সে শতরান করেছিলেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি। এই তালিকায় তার পরে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। 
পাকিস্তানের বিপক্ষে রবিবার কোহলির শতরানে মুগ্ধ ভারতীয় টিম। ম্যাচের শেষে যে কারণে বিরাটকে নিয়ে উচ্ছ্বাস শোনা যায় দলপতি রোহিত শর্মার কণ্ঠে। বেশ কিছুদিন পর সতীর্থ বিরাটের পারফরম্যান্স নিয়ে রোহিত শর্মা বলেন, ‘বিরাট দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ভালোবাসে। ও যেভাবে রবিবার খেলেছে, সেই রকম খেলতেই পছন্দ করে। এবং সেটাই করে সব সময়। যারা ড্রেসিংরুমে বসে খেলা দেখছিল, ওরা কেউ বিরাটকে দেখে অবাক হয়নি। চাপের মুখে ওর এরকম ইনিংস দেখে আমরা কেউ একটুও অবাক হইনি।’
বিরাট যে সময় ৯৬ রানে ছিলেন, তখন রোহিত শর্মা ড্রেসিংরুম থেকে তাকে ছয় মেরে সেঞ্চুরি পূরণ করার কথা ইশারায় বোঝানোর চেষ্টা করছিলেন। এরপর কোহলির সেঞ্চুরি পূরণ করার পর খুশিতে মেতে উঠতে দেখা যায় রোহিত শর্মাকে। কোহলির শতরানের প্রশংসা করার পাশাপাশি দলের  বোলারদেরও বাহবা জানাতে ভোলেননি রোহিত।

তিনি বলেন, ‘আমরা বল হাতে ভালো পারফর্ম করেছিলাম। আমরা জানতাম উইকেট পরের দিকে স্লো হয়ে যেতে পারে। তবে দলের ব্যাটারদের ওপর আস্থা রেখেছিলাম। আমি স্পিনারদের বিশেষ কৃতিত্ব দিতে চাই। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজারা প্রত্যেকেই সেরা পারফর্ম করেছে।’

×