ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

অ্যাটলেটিকো-বার্সেলোনার আয়েশী জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

অ্যাটলেটিকো-বার্সেলোনার আয়েশী জয়

.

স্প্যানিশ লা লিগায় এখন চলছে ত্রিমুখী লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে শিরোপার লড়াই দারুণভাবে জমিয়ে তুলেছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার লিগের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল; এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা দুই দল বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই দলই প্রত্যাশিত সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে। এই ম্যাচে জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। বাকি গোলটি আসে অ্যাঞ্জেল কোরিয়ার পা থেকে। আরেক ম্যাচে বার্সেলোনা ২-০ গোলে পরাজিত করে লাস পালমাসকে। কাতালানদের হয়ে গোল দুটি করেন যথাক্রমে দানি ওলমো এবং ফেরান তোরেস। 
দুই দলেরই জয়ে পয়েন্ট টেবিল যথারীতি অপরিবর্তিত। ২৫ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচ থেকে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যদিওবা তাদের ম্যাচটা প্রথমে হওয়ার কারণে কিছুটা সময় লিগ টেবিলের শীর্ষে উঠেছিল ডিয়েগো সিমিওনের শিষ্যরা। কিন্তু পরে বার্সেলোনার জয়ে সেই একই অবস্থানে চলে যায় দুই দল। ভ্যালেন্সিয়ার মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ম্যাচ শুরুর ৩০ মিনিটেই ২ গোলের লিড এনে দেন জুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে সিমিওনের অ্যাসিস্ট থেকে প্রথম গোলের ১৮ মিনিট পর অ্যান্থনি গ্রিজম্যানের সহায়তায় দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে সফরকারীদের হয়ে তৃতীয় গোলটি করেন অ্যাঞ্জেল কোরিয়া। 
এদিকে, লাস পালমাসের মাঠে বার্সার জয়টা অবশ্য খুব সহজে আসে বলা যাবে না। কেননা, ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত যে গোলশূন্য সমতায় ছিল ফলাফল। কিন্তু ৬২ মিনিটে প্রথম গোল করেন বদলি নামা দানি ওলমো। নভেম্বরের পর এটাই ওলমোর প্রথম গোল। ম্যাচের যোগ করা সময়ের ৯৫ মিনিটে দ্বিতীয় গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ফেরান তোরেস। এছাড়া, এস্পানিওল ১-০ গোলে দেপোর্তিভো আলাভেসকে এবং ভিয়ারিয়াল একই ব্যবধানে রায়ো ভায়েকানোকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

×