ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফি

ডাকেট, রুট আর ইংল্যান্ডের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ডাকেট, রুট আর ইংল্যান্ডের ইতিহাস

ছবি : সংগৃহীত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ (শনিবার) বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করলেন বেন ডাকেট। ১৪৩ বলে ১৭ চার ও ৩ ছক্কায় উপহার দিলেন ১৬৫ রানের মনোমুগ্ধকর এক ইনিংস। গড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। 

সঙ্গে জো রুটের (৭৮ বলে ৬৮) হাফ সেঞ্চুরি  এবং অধিনায়ক জস বাটলার (২১ বলে ২৩) ও টেল-এন্ডে জোফরা আর্চারের (১০ বলে অপরাজিত ২১) ক্যামিওতে ৮ উইকেটে ৩৫১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। টুর্নামেন্টের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের। ২০০৪ সালের যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ১৪৫ রান করেছিলেন তিনি। লন্ডনের দ্য ওভালে সেই ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি গড়েছিল কিউইরা। তাদের ৪ উইকেটে করা ৩৪৭ রান এবার ছাড়িয়ে গেল ইংল্যান্ড। 

ওপেনিংয়ে শুরুটা ধীরগতির হলেও সময় গড়ানোর সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠেন। রুটের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ১৫৮ রানের জুটি। জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রুট।  রুট তার ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৬৮ রানের ইনিংসের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড (৩৭১৯) গড়েন। সাবেক অধিনায়ক ইয়ান মরগানকে (৩৬৭১) টপকে গেছেন তিনি।

রুট বিদায় নেওয়ার পরই ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ডাকেট। ৯৫ বলে শতক পূরণ করেই থামেননি। খেলেন এই ফরম্যাটে নিজের সর্বোচ্চ রানের ইনিংস। আগের সর্বোচ্চ ১০৭ রান টপকে পেয়ে যান ক্যারিয়ারের প্রথম দেড়শ ছাড়ানো ইনিংস। 
 

মিরাজ/মো. মহিউদ্দিন

×