ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ভারতকে হারানোর শর্তে যে বিশেষ প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানি অভিনেত্রী!

প্রকাশিত: ২০:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ভারতকে হারানোর শর্তে যে বিশেষ প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানি অভিনেত্রী!

ছবি: সংগৃহীত

২০১৭ সালের সবশেষ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতে সরফরাজ আহমেদের পাকিস্তান। সেই ট্রফি ধরে রাখার ভিশন সামনে রেখে এবারের আসরে মাঠের লড়াইয়ে নামে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও তেমন সুবিধা করতে পারেনি দলটি। ৫০ ওভার শেষ না খেলেই গুটিয়ে গেছে ২৪১ রানে।

তবে এই ম্যাচে ভারতকে হারানো নিয়ে এক বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। ঘোষণা দিয়ে বলেছেন, যদি পাকিস্তান রোববারের ম্যাচে ভারতকে হারাতে পারে, তাহলে তিনি জাতীয় ক্রিকেট দলকে একটি বিশেষ গান উৎসর্গ করবেন।

পাকিস্তানের এই অভিনেত্রী বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ উত্তেজনা। পুরো ম্যাচজুড়েই হৃদস্পন্দন বাড়তে থাকে!

তিনি আরও যোগ করেন, এই ম্যাচগুলো শুধু খেলাই নয়, এক অনন্য আবেগের উৎস। এমনকি যারা সাধারণত ক্রিকেট অনুসরণ করেন না, তারাও ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন।

বীণা মালিকের এই ঘোষণা পাকিস্তানের ক্রিকেট দলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনেরই বহিঃপ্রকাশ। 

শিহাব

×