ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

প্রিমিয়ার লিগে খেলতে চাই না : সাকিব

প্রকাশিত: ২০:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রিমিয়ার লিগে খেলতে চাই না : সাকিব

ছবি: সংগৃহীত

আগের দিন ঘটা করেই সাকিব আল হাসানকে দলে নেওয়ার কথা জানিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ।পরে আনুষ্ঠানিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর দলবদলের কথা জানায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসও (সিসিডিএম)। তবে একদিন পরই সাকিবের নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছে রূপগঞ্জ।

এর আগে বিপিএলের জন্য চিটাগং কিংসে নাম লেখালেও খেলতে পারেননি সাকিব। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশেই ফিরতে পারছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে মিরপুর থেকে টেস্টকে বিদায় বলতে চেয়েও সেটি পারেননি। এর মধ্যে তার বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ ও পরে নিষিদ্ধ হয়।

গতকাল তাঁকেই দলে নেওয়ার পর খেলানোর বিষয়ে আশার কথা শুনিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল। কিন্তু একদিন পরই হুট করে সাকিবের নাম প্রত্যাহার করার কারণ জানিয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আপনারা জানেন, সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’

আগের দিন সাকিবকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নেওয়ার কথা জানিয়েছিল সিসিডিএমও। এখন কি চাইলেই রূপগঞ্জ সাকিবের নাম প্রত্যাহার করে নিতে পারবে? এই প্রশ্নের উত্তরে সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের স্বাভাবিক একটি প্রক্রিয়া হচ্ছে দলবদল শেষ হলে সব ক্লাবকে খেলোয়াড় তালিকা পাঠানো। তখন চাইলে ক্লাবগুলো কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে পারে। তাদের আবেদনের প্রেক্ষিতে তখন আমরা সাকিবের নাম সরিয়ে নিতে পারব।’

আজ শেষ হয়েছে প্রিমিয়ার লিগের দুই দিন ব্যাপী দলবদল। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই আসর।

সূত্র:https://www.prothomalo.com/sports/cricket/wbifi8zm7m?utm_source=facebook&utm_medium=social&utm_campaign&utm_content=ap_u33r7f8ogu

ফয়সাল

×