ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

প্রকাশিত: ১৬:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

ছবি: সংগৃহীত

ফুটবলে যেমন আছে ব্রাজিল-আর্জেন্টিনা, ক্রিকেটে তেমন ভারত-পাকিস্তান। মর্যাদার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয় না এক বিন্দুও। চ্যাম্পিয়নস ট্রফির আজকের ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।

আয়োজক হয়েও কেবল ভারতের কারণেই দুবাইয়ে খেলতে হচ্ছে পাকিস্তানের। তাই এটাকে তারা দেখছে জবাব দেয়ার মঞ্চ হিসবেও। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিকেল ৩ টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার খেলা শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান।

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয় পাওয়াটা খুব একটা কঠিন হয়নি। তাই নির্ভার কোহলি-রোহতিরা। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। তাই বেশ আত্মবিশ্বাসী গৌতম গম্ভীরের দল।

গতকাল অনুশীলনের সময় ভারতীয় ব্যাটার শুভমান গিল বলেছেন, “টস নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। শিশির না থাকলে বড় ম্যাচে যারা পরে ব্যাট করে, তারা কিছুটা চাপে থাকে। চাপমুক্ত থেকে যারা খেলতে পারবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি।”

পাকিস্তান কোচ আকিব জাভেদ বলেন, “চাপ অবশ্যই আছে। চাপ না থাকলে ভারত-পাকিস্তান ম্যাচ হলো নাকি? এটা থাকত হবে। তখনই খেলোয়াড়দের সেরা পারফর্মেন্স দেখা যাবে।”

দুবাইয়ের মন্থর উইকেটও আশা জাগাচ্ছে রিজওয়ানের দলকে। গত বছর একই রকম কন্ডিশনে শ্রীলংকায় হেরেছে ভারত। আগে ব্যাট করে ২০০ রানের আশেপাশে স্কোর করেই জিতেছে লংকানরা। পাকিস্তানিরাও নিশ্চয়ই সেটি মাথায় রাখছে।

মুখোমুখি সবশেষ ১১ ওয়াডে ম্যাচে ৯টিতে জয় নিয়ে পরিষ্কার আধিপত্য ভারতের। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে পাকিস্তান।

 

সূত্র : https://shorturl.at/5p5cb

রাকিব

×