ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

কাবাডি টেস্ট সিরিজ

বাংলাদেশের জয়ে শুরু নেপালকে বিধ্বস্ত করে 

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের জয়ে শুরু নেপালকে বিধ্বস্ত করে 

বাংলাদেশ-নেপাল কাবাডি টেস্ট সিরিজের একটি উত্তেজনাকর দৃশ্য


বড় জয় দিয়ে কাবাডি টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শনিবার (২২ ফেব্রুযারি) পল্টনের আউটার স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান। 
১৯৭৩ সালে ঢাকায় প্রথমবার ভারতের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ৫১ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দ্বিতীয় ম্যাচটা আজ রবিবার বেলা সাড়ে তিনটায় পল্টন মাঠে অনুষ্ঠিত হবে। 
পল্টন ময়দানে বিকালে সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এসময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ দল : মিজানুর রহমান (অধিনায়ক), দিপায়ন গোলদার, রাজিব আহমেদ, নেসার হাওলাদার, নাসির উদ্দিন, লিটন আলী, রোমান, ফারদৌস শেখ, মনিরুল চৌধুরী (সহ-অধিনায়ক), রাজু শেখ, রাসেল হোসেন, অমল চন্দ্র রায়, সবুজ মিয়া, আল আমিন,আসাদুজ্জামান ও সাজিদুল চাকলাদার।
 

রুমেল খান/সাজিদ

×