ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফি

৩০ বছর পর...

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ২১:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

৩০ বছর পর...

স্মরণীয় সেঞ্চুরিতে উড়ছেন রিকেলটন

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত শুরু পেয়েছে দক্ষিন আফ্রিকা। অন্তত ব্যাটিংয়ে। করাচিতে আজ (শুক্রবার) আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩১৫ রানের বিশাল স্কোর গড়েছে প্রোটিয়ারা। ১০৬ বলে ৭ চার ও ১ ছক্কায় উপহার দিলেন ১০৩ রানের স্মরনীয় এক ইনিংসে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ওপেনার রায়ান রিকেলটন।  

২০২৪ টি২০ বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার কোনো সুযোগ পাননি রিকেলটন। এবার জীবনের প্রথম আইসিসি টুর্নামেন্টে খেলতে এসেই রাঙিয়ে দিলেন ২৮ বছর বয়সি এ কিপার-ব্যাটসম্যান। হাঁকালেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। নাম লেখালেন গ্রেটদের পাশে। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি হাঁকানো পঞ্চম দক্ষিন আফ্রিকান রিকেলটন। আগের চার জন হলেন হার্শেল গিবস, গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও হাশিম আমলা। প্রোটিয়াদের জার্সিতে এর আগে আইসিসির কোন টুর্নামেন্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করতে পেরেছিলেন আর কেবল একজন। ১৯৯৬ বিশ্বকাপে এই পাকিস্তানেই (রাওয়ালপিন্ডিতে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেন গ্রেট গ্যারি কার্স্টেন। 

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে যা এখনো সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। 

করাচিতে এদিন হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা (৭৬ বলে ৫৮), রসি ভ্যান ডার ডুসেন (৪৬ বলে ৫২) ও  অ্যাইডেন মার্করাম (৩৬ বলে অপরাজিত ৫২)। 

আফগানদের হয়ে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী।

 

মিরাজ/সাজিদ

×