ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হকি জয়ে উল্লাসিত কানাডা, ট্রাম্পের সঙ্গে ট্রুডোর ঠাট্টা

প্রকাশিত: ২০:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হকি জয়ে উল্লাসিত কানাডা, ট্রাম্পের সঙ্গে ট্রুডোর ঠাট্টা

আমেরিকার বোস্টনে চারটি দেশ নিয়ে আয়োজিত আইস হকি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে কানাডা। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত সময়ে ফলাফল সমান থাকায় তা অতিরিক্ত সময়ে গড়ায়।

যুক্তরাষ্ট্র এবং কানাডা বরাবরই হকিতে একে অপরের প্রতিদ্বন্দ্বী। প্রতিবেশী এই দুই দেশের জন্য তাই ম্যাচটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইস হকি যে কানাডার জাতীয় পরিচয়ের সাথে সম্পৃক্ত, দেশের অধিকাংশ মানুষই এই বিষয়ে একমত।

যুক্তরাষ্ট্রকে হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঠাট্টা করতে ভুলেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "আপনি আমাদের দেশও নিতে পারবেন না এবং খেলায়ও আমাদের হারাতে পারবেন না।"

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম মার্কিন রাজ্য বানানোর বিষয়ে ক্রমাগত যে আলোচনা এবং প্রস্তাব দেয়া হচ্ছে তা ইঙ্গিত করেই ট্রাম্পের সাথে এমন ঠাট্টা করেছেন ট্রুডো।

উল্লেখ্য, ১৯৭৬ সালের পর থেকে দেশ দুটি হকিতে মোট ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং কানাডা এর মধ্যে ১৪টি ম্যাচে জয়লাভ করেছে।

 

সূত্র: বিবিসি

রাকিব

×