ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

সৌরভের বায়োপিকে কে থাকছেন জানালেন নিজেই!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সৌরভের বায়োপিকে কে থাকছেন জানালেন নিজেই!

ছবি; সংগৃহীত

ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক, ‘টিম ইন্ডিয়া’ তৈরির কারিগর সৌরভ গঙ্গোপাধ্যায়েরও বায়োপিক হোক, এমনটাই চান মহারাজের ভক্তরা। সেই বায়োপিক তৈরি নিয়ে এবার নিজেই মুখ খুললেন ‘দাদা’।

বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মহারাজ বলেন, ” আমার বায়োপিক তৈরি হচ্ছে। আর এক বছর পরই মুক্তি পাবে। আমি যেটুকু শুনেছি, আমার ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে।”

এরপর সৌরভ বলেন, ” আপাতত এটুকুই শুনেছি। তবে অভিনেতাদের ডেট পেতে সমস্যা হয়। যেটুকু শুনেছি তাতে বায়োপিক মুক্তি পেতে আরও এক বছর লাগবে।” সৌরভের কাছে জানতে চাওয়া হয়, নিজের ভূমিকায় কাকে দেখতে চেয়েছিলেন তিনি? উত্তরে ডিপলোম্যাটিক ‘মহারাজ’, বললেন, ”আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ।”

সৌরভ তো হল, কিন্তু ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন? স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসিমুখে সৌরভ বলেন, ” ওটা একটা ‘ডিফিকাল্ট ক্যারেক্টার। অনেক অপশন আছে। তাই ওরা এখনও সেটা বেছে উঠতে পারেননি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি তাঁরা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন।”

এর পরেই সৌরভের কাছে প্রশ্ন আসে, টি টোয়েন্টি আসার ফলে কি টেস্ট ক্রিকেটের স্পিরিটটা নষ্ট হয়ে গিয়েছে। মহারাজের উত্তর, ” না, স্পিরিট নষ্ট হয়নি। আমি বলব, টি টোয়েন্টির প্রচলন অনেক বেশি হয়ে গিয়েছে। তবে আমরা এখনও মনে করি ক্রিকেটের বেস্ট ফর্ম টেস্ট ক্রিকেট। তবে এই সময় টি টোয়েন্টিও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

শহীদ

×