
আমন্ত্রণ পেয়েও একুশে পদক অনুষ্ঠানে না গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন কোচ বাটলার
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে অনুশীলন করান ব্রিটিশ কোচ পিটার বাটলার। অনুশীলনের ঘণ্টা তিন-চারেক পরেই ছিল একুশে পদক অনুষ্ঠান। আমন্ত্রণপত্র পেয়েও যাননি সেই অনুষ্ঠানে (রাজধানীর ওসমানী মিলনায়তনে)। সকালে অনুশীলন সেশনে তার কোচিং স্টাফদের জানিয়েছিলেন তিনি এই অনুষ্ঠানে যাবেন না।
সাফজয়ী দলের ২৩ জনের মধ্যে ১৬ ফুটবলারই বাটলারকে বয়কট করে চলছেন। বাটলার দ্বিতীয় মেয়াদে নারী ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর সাবিনাদের মুখোমুখি এখনো হননি। প্রধান কোচ বাটলার ছাড়াও সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং গোলরক্ষক কোচ মেহেদী হাসান উজ্জ্বলও আজকের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে একজন শারীরিক অসুস্থতা ও আরেক জন পারিবারিক সমস্যার কারণে উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।
বাটলারের না যাওয়াই যেন বলে দিচ্ছে কোচ-ফুটবলার দ্বন্দ্ব এখনো পুরোপুরি মেটেনি। এ বিষয়ে বাটলার বলেছেন, ‘সেখানে (একুশে পদকের অনুষ্ঠানে) না যাওয়ার পেছনে অনেক কারণই আছে।’
এ বিষয়ে জানতে বাফুফের গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আসলে কোচ কেন যায়নি আমি বলতে পারব না।’ সাফজয়ী সাবিনাদের হাতে মর্যাদার একুশে পদক তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন আজ সকালে অনুশীলন সেশন থাকায় কোচ বাটলার আর যাননি। তা ছাড়া তিনি গেলে সাবিনারা কিছু মনে করতে পারেন এমন ধারণাও ছিল কোচের, ‘কোচ তো আমন্ত্রণ পেয়েছে। কিন্তু সকালে তাঁর অনুশীলন সেশন থাকায় আর যেতে চাননি। আমাকে সে বলেছে, ‘না তারা যাক। আমি গেলে আবার তারা (সাবিনারা) কী মনে করে। এটা তাদের অর্জন। তারাই উপভোগ করুক।’
রুমেল খান/রাজু