ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

অধিনায়ক ছাড়াই ঘোষিত হলো বাংলাদেশ নারী ফুটবল দল

প্রকাশিত: ২০:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

অধিনায়ক ছাড়াই ঘোষিত হলো বাংলাদেশ নারী ফুটবল দল

বিষয়টা আগেই অনুমেয় ছিল। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সেটাই সত্যি বলে প্রতীয়মান হয়েছে। বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাদ দিয়ে ২৩ সদস্যদের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। সংযুক্ত আরব আমিরাতে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলবে এই দল। বাংলাদেশ দলে ঠাঁই করে নিয়েছেন একঝাঁক নতুন মুখ। দল ঘোষণা করা হলেও দলের অধিনায়কের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে দলের নেতৃত্ব দেবেন দীর্ঘাঙ্গী ডিফেন্ডার আফঈদা খন্দকার। 

সর্বশেষ ২০২৪ সাফের সাত ফুটবলার আছেন এই দলে। অনূর্ধ্ব-২০ দলের সুরমা খাতুন, আকলিমা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, জয়নব বেগম, অর্পিতা বিশ্বাস, হালিমা আক্তার- এই ছয় জনও সঙ্গী হচ্ছেন দলের। বাকি ১০ জন একেবারেই নতুন মুখ।

তারুণ্য নির্ভর দল নিয়ে কোচ পিটার বাটলার বলেছেন, ‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ। তাদের সময় দরকার। এবং ভুল থেকে শিক্ষা নেবে। আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শৃঙ্খলা। এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে আর গ্রহণযোগ্য পারফরম্যান্সও করছে।’

রাজধানীর ওসমানী মিলনায়তনে আজ দুপুর সাড়ে ১২টার পর বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদক গ্রহণ করে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পাওয়ার দুই ঘণ্টা পরই সাফজয়ী দলের সাবিনা, কৃষ্ণা ও সানজিদাদের বাদ দিয়ে আরব আমিরাত সফরের দল ঘোষণা করে বাফুফে।
এই দলে বেশ কয়েকজন রয়েছেন একেবারে নতুন মুখ, আবার সিনিয়র দলে খেলেছেন এমন খেলোয়াড়ও আছেন কয়েকজন। সাবিনাসহ ১৮ ফুটবলার যে বাদ পড়বেন, এটা অপ্রত্যাশিত ছিল না। কেননা কোচের সঙ্গে দ্বন্দ্বে সাবিনাদের বেশ কদিন ধরেই অনুশীলন বর্জন করে আসছেন। ফলে তাদের ফিটনেসের অবনতি ঘটে। যদি তারা শৃঙ্খলা মেনে অনুশীলনে ফিরতেনও, তারপরও কোচের পক্ষে তাদেরকে দলে নেয়ার কোন সুযোগ থাকতো না। কেননা এতগুলো আনফিট প্লেয়ারকে দলে নিলে তখন কোচকেই দায়ী করা হতো। 

বাংলাদেশ স্কোয়াড : গোলরক্ষক- ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়; ডিফেন্ডার- কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মৎ সুলতানা, কানম আক্তার, মরিয়ম বিনতে হান্না, অর্পিতা বিশ্বাস অর্পিতা; মিডফিল্ডার- হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার, বন্যা খাতুন; ফরোয়ার্ড- আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বালা মাহাতো, ঐশী খাতুন, তনিমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, নবিরন খাতুন। 
 

রুমেল খান/রাজু

×