ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বিদেশী সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশী সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা

নাহিদ রানা

গতির ঝড় তুলে বাংলাদেশের ক্রিকেটে পা-রাখা নাহিদ রানাকে ঘিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আগ্রহ তুঙ্গে। দুবাইয়ে ভারতের বিপক্ষে বিগ ম্যাচ দিয়ে আজ শুরু টাইগারদের মিশন। বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে ঘুরেফিরে আসে নাহিদ প্রসঙ্গ। বিদেশী সাংবাদিকরাও তাকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন।

জানতে চান এত বড় আসরে তরুণ এই পেসার চাপে আছেন কি না? জবাবে শান্ত বলেন, ‘রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে (আজ) যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

রানার প্রশংসা করে অধিনায়ক বলেন,‘মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। এটা আমি পছন্দ করি। আমি চাইব সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে। আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও ২-৩ জন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে।’

×