ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ব্যাটারদেরই চ্যালেঞ্জ দেখছেন পাইলট

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ব্যাটারদেরই চ্যালেঞ্জ দেখছেন পাইলট

খালেদ মাসুদ পাইলট

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের ক্রিকেটে অন্যরকম নস্টালজিক এক টুর্নামেন্ট। ক্রিকেটের বৈশ্বায়নের জন্য ১৯৯৮ সালে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত প্রথম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠের খেলায় অংশীদার হতে পারেনি টাইগাররা।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০২ সালে প্রথমবার সুযোগ পায় বাংলাদেশ। শ্রীলঙ্কায় লাল-সবুজের জার্সিতে দলকে নেতৃত্ব দেন খালেদ মাসুদ পাইলট। বুধবার করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আলোচিত নবম আসরের পর্দা উঠেছে। গ্রুপ অব ডেথ ‘এ’ গ্রুপে নাজমুল হোসেন শান্তদের সামনে আজ শুরুতেই অগ্নিপরীক্ষা, দুবাইয়ে টাইগারদের প্রতিপক্ষ হট ফেভারিট-ভারত। যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদেরই চ্যালেঞ্জ দেখছেন প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক পাইলট।
‘আমার মনে হয় ব্যাটিংয়ে ভালো করতে পারলে সম্ভাবনা থাকবে। বিপিএলে প্রতিপক্ষ দলে দুই-একজন ভালো বোলার ছিলেন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিপক্ষের সব বোলারই বিশ্বমানের। তাই রান করা সহজ হবে না। জাসপ্রিত বুমরাহ নেই এটা আমাদের জন্য কিছুটা ভালো খবর। তবে এটাও মনে রাখতে হবে, দুবাইয়ের কন্ডিশনে স্পিনাররা পার্থক্য গড়ে দিতে পারেন।

এই জন্যই ভারত তাদের স্কোয়াডে পাঁচজন স্পিনার রেখেছে। যেখান থেকে অন্তত তিনজনই একাদশে থাকবেন। কোয়ালিটি স্পিনের বিপক্ষেই তাই পরীক্ষায় পড়তে হবে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই আমরা স্পিন খেলতে পারিনি। আমার মনে হয় ব্যাটসম্যানদের জন্যেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’ ভারত ম্যাচ নিয়ে জনকণ্ঠকে বলছিলেন পাইলট।

তিনি আরও জানান, ‘টপ অর্ডার ব্যাটারদেরই বেশি দায়িত্ব নিতে হবে। অধিনায়ক শান্তকে যত দ্রুত সম্ভব জ্বলে উঠতে হবে। টপ অর্ডারে হৃদয়-সৌম্যদেরও সেরাটা দিতে হবে। ভারতের মতো বিশ্বসেরা বোলিং লাইনআপের বিপক্ষে মাহমুদুল্লাহ আর শান্তর অভিজ্ঞতার দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ।’

অবশ্য নিজেদের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী সাবেক অধিনায়ক,‘বোলিং বিভাগ নিয়ে তেমন চিন্তার কারণ নেই। তাসকিন-মুস্তাফিজের অভিজ্ঞতা, নাহিদ রানার গতি, স্পিনে মিরাজ-রিশাদ আছে। সব মিলিয়ে বৈচিত্র্যপূর্ণ। ব্যাটসম্যানরা রান করতে পারলে বোলাররা ম্যাচ জিতিয়েও দিতে পারে।’ 
ওয়ানডেতে সেরা আট দলের শ্রেষ্ঠত্বের মঞ্চ। আবেগের ভেলায় ভাসতে চান না পাইলট,‘সত্যি বলতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে এবার বাংলাদেশের সম্ভাবনা আসলে খুব কম। আমরা অনেক আবেগি। ভালো ভালো কথা বললে সবাই খুশি। কিন্তু ক্রিকেটার হিসেবে আমি বাস্তবতার কথা বলব। রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গে একমত।

বাংলাদেশের সম্ভাবনা খুব কম। তবে আশা করি, শান্ত-মিরাজরা ভালো করুক। ভালো করার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না।’ ইংল্যান্ডে ২০১৭ সালে আগের আসরের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে পারফরম্যান্স মোটেই আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দুটি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে হার ৩-০ এবং শারজায় আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে। 
পিন্ডিতে সোম ও বৃহস্পতিবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

×