ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

৪০০ মিটার স্প্রিন্টে জহিরের টানা দশম সাফল্য

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

৪০০ মিটার স্প্রিন্টে জহিরের টানা দশম সাফল্য

স্বর্ণ জয়ের পথে জহির রায়হান, মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে

জাতীয় অ্যাথলেটিক্সের ৪৮তম আসর চলছে। যদি কোনো অ্যাথলেট নির্দিষ্ট একটি ইভেন্টে একাই দশবার স্বর্ণপদক লাভ করেন তাহলে ব্যাপারটাকে নিঃসন্দেহে গুরুত্ব না দিয়ে উপায় নেই। চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান নন, তিনি তারকা অ্যাথলেট জহির রায়হান।

জহির রায়হানের বেলায় সেটাই ঘটেছে। মঙ্গলবার দিনটা যেন ‘মঙ্গলময়’ ছিল জহিরের জন্য। তা না হলে জাতীয় স্টেডিয়াম, ঢাকায় চলমান জাতীয় অ্যাথলেটিক্সে ৪০০ মিটার স্প্রিন্টে বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে কাক্সিক্ষত স্বর্ণপদকটা একান্তই নিজের করে নিতে পারলেন কিভাবে?
৪৭.৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ নৌবাহিনীর এই তারকা অ্যাথলেট। যদিও এটা তার সেরা টাইমিং নয়! তার সেরা টাইমিং ছিল ২০১৯ সালে জাতীয় অ্যাথলেটিক্সে ৪৬.৮৭ সেকেন্ড, যা এখনো জাতীয় রেকর্ড।
মঙ্গলবারের সাফল্য নিয়ে জহির বলেন, ‘আগের দিন দু’বার দৌড়েছি। হিট ও পরেরবার সেমিফাইনালে। আজ ফাইনাল হয়েছে। কিছুটা ধকল ছিল। এছাড়া সকালে আবহাওয়া অনুকূলে ছিল না। সব মিলিয়ে ক্যারিয়ারসেরা টাইমিং হয়নি।  তবে টানা ১০মবার সেরা হতে পেরে আমি খুশি।’ তাছাড়া ৪০০ মিটার স্প্রিন্ট নিয়ে আগের দিন কিঞ্চিৎ নাটকও হয়েছে। সেটা হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথমবার কোনো ডিসিপ্লিনের সূচি বদলে দেওয়া হয়! যদিও এর কোনো সদুত্তর দিতেপারেনি অ্যাথলেটিক্স ফেডারেশন।
২০১৭-২০১৮ সাল থেকে নিজের প্রিয় ডিসিপ্লিন ৪০০ মিটার স্প্রিন্টে টানা সাফল্য পেয়ে আসছেন শেরপুরের সন্তান জহির। কিভাবে এমনটা সম্ভব হলো, এই প্রশ্নের জবাবে জহির বলেন, ‘আমি নিয়মিত অনুশীলনের মধ্যে থাকি। এই তো জাতীয় আসরের আগে বিকেএসপিতে নিয়মিত ঘাম ঝরিয়েছি।  স্বর্ণপদকের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখি। বলতে পারেন এটা আমার কঠোর পরিশ্রমের ফসল।’

×