ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

কিসে টানা দশম সাফল্য পেলেন জহির? 

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ২০:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কিসে টানা দশম সাফল্য পেলেন জহির? 

ছবিঃ ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হানের সাফল্য ঈর্ষণীয়

তারকা এ্যাথলেট জহির রায়হান আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্টেডিয়াম, ঢাকায় চলমান জাতীয় এ্যাথলেটিক্সের ৪৮তম আসরে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতেছেন। যদিও বাংলাদেশ নৌবাহিনীর এই এ্যাথলেটের এটা সেরা টাইমিং নয়! তার সেরা টাইমিং ছিল ২০১৯ সালে জাতীয় এ্যাথলেটিক্সে ৪৬.৮৭ সেকেন্ড, যা এখনও জাতীয় রেকর্ড। 
২০১৭-২০১৮ সাল থেকে নিজের প্রিয় ডিসিপ্লিন ৪০০ মিটার স্প্রিন্টে টানা সাফল্য পেয়েছেন আসছেন শেরপুরের সন্তান জহির। কিভাবে এমনটা সম্ভব হলো, এই প্রশ্নের জবাবে জহির বলেনে, ‘আমি নিয়মিত অনুশীলনের মধ্যে থাকি। এই তো জাতীয় আসরের আগে বিকেএসপিতে নিয়মিত ঘাম ঝরিয়েছি।  স্বর্ণপদকের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখি। বলতে পারেন এটা আমার কঠোর পরিশ্রমের ফসল।’
সামনেই বিশ্ব ইনডোর এ্যাথলেটিক্স রয়েছে। মার্চের এই আসরে জহিরও অংশ নিতে চান, ‘বিশ্ব আসরে কে না অংশ নিতে চায়। তবে ফেডারেশন যাকে মনোনীত করবে সেই যাবে। আমি এ নিয়ে আর কী বলবো...।’ ৪০০ মিটার ছাড়াও জহির নামবেন ২০০ মিটার স্প্রিন্টে। সেখানেও নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে উদগ্রীব ৫ ফুট সাড়ে ১০ ইঞ্চি উচ্চতার অধিকারী ও ২৩ বছর বয়সী টগবগে তরুণ জহির। 
 

রুমেল/জাফরান

×