
ব্রাজিলই চ্যাম্পিয়ন
কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুঃস্বপ্নের মতো শুরু করেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিার কাছে ৬-০ গোলে হেরেছিল রোনাল্ডো-নেইমারের উত্তরসূরিরা। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বাদ পেল ব্রাজিল।
চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল সমান ১০। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণের অপেক্ষায় ছিল দুই দল। শেষ ম্যাচে ব্রাজিল চিলিকে ৩-০ গোলে হারায়। ফলে আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল। কিন্তু জয় তো দূরের কথা শেষ ম্যাচে উল্টো প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। আর তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।
বিশ্বজুড়েই ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ মানেই অন্যরকম উন্মাদনা। হোক সেটা সিনিয়র কিংবা জুনিয়র লেভেলে। সেই উত্তাপ এবার দেখা গেল লাতিন আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপেও। বিশেষ করে আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করার পর ব্রাজিলকে নিয়ে রীতিমতো ট্রলে মেতেছিল নেটিজেনরা। সেই সময় তো অনেকেই সম্ভাব্য শিরোপাজয়ী দলের তালিকা থেকে ব্রাজিলকে রেখে দিয়েছিল বাতিলের খাতায়। পক্ষান্তরে আর্জেন্টিনাকে দেখেছিল চ্যাম্পিয়ন হিসেবে।
কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলই শ্রেষ্ঠত্ব ধরে রাখল। ভেনিজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে সোমবার সকালে চিলির মুখোমুখি হয় ব্রাজিল। দুই দলই নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। এমনকি ম্যাচের ৭২ মিনিট পর্যন্তও কোনো গোল দেখেনি সমর্থকরা। তবে ম্যাচের শেষ ১৭ মিনিটেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিলের যুবারা।
ম্যাচের ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে ৩বার বল জড়ায় তারা। এই সময়ে ব্রাজিলের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। আর তাতেই ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাকা- রোনালদিনহোর উত্তরসূরিরা। চিলিকে হারিয়ে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি (+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল। শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রয়োজন ছিল প্যারাগুয়ের বিপক্ষে কমপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয়।