
ধারাবাহিক ব্যর্থতায় হতাশ ম্যানইউর ফুটবলাররা
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা যেন কাটছেই না। রবিবার টটেনহ্যাম হটস্পারের কাছেও পরাজয়ের স্বাদ পেল রুবেন আমোরিমের দল। নিজেদের মাঠে হাইভোল্টেজ ম্যাচে স্পার্সরা এদিন ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলদের। সেই সঙ্গে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টানা তৃতীয় জয় পেল টটেনহ্যাম হটস্পার।
দীর্ঘ ৪৫ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক গড়ল স্পার্সরা। অন্যদিকে, এই হারের ফলে এক লজ্জার রেকর্ড গড়ল ম্যানইউ। ১৯৭৩-৭৪ মৌসুমের পর শীর্ষ লিগে এবারই প্রথম ২৫ ম্যাচ খেলে তার ১২টিতেই হারল ম্যানচেস্টার ইউনাইটেড।
৬১ হাজারের বেশি দর্শকের সামনে টটেনহ্যাম-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম গোলের সুযোগ ইউনাইটেড তৈরি করলেও কাজে লাগাতে পারেনি রুবেন আমোরিমের শিষ্যরা। উল্টো সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। ম্যাচের ১৩ মিনিটে বক্সের ভেতর থেকে লুকাস বার্গভালের শট গোলরক্ষক ওনানা ঠেকিয়ে দিলেও বিপন্মুক্ত করতে পারেননি।
পরে খুব কাছ থেকেই বল পেয়ে তা জালে পাঠান জেমস ম্যাডিসন। ম্যাচের বাকি সময়টাতে আর কোনো গোল না হলে এটাই গড়ে দেয় ম্যাচের ব্যবধান। তবে দ্বিতীয়ার্ধে বেশকিছু সুযোগ পেয়েছিল সফরকারীরা। কিন্তু সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি আমোরিমের শিষ্যরা। রেড ডেভিলদের হারিয়ে ২৫ ম্যাচে ৯ জয় ও ১৩ হারে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে টটেনহ্যাম।
অন্যদিকে, সমান ম্যাচে ৮ জয় ও ১২ হারে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে অবস্থান করা ম্যানইউর সামনে এখন অবনমন হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। যদিওবা ১৯৭৩-৭৪ মৌসুমে শেষবার প্রথম বিভাগ থেকে অবনমন হয়েছিল ইউনাইটেডের।
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে উল্ভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে কষ্টার্জিত জয় তুলে নেয় লিভারপুল। নিজেদের মাঠে লুইস দিয়াজ আর মোহাম্মদ সালাহর গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্নে স্লটের দল।
কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ম্যাথিয়াস চুনহার গোলে সফরকারী উল্ভারহ্যাম্পটন ম্যাচে ফেরার আশা জাগালেও পরে আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।