
বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক
বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করলেন বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ। সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গাজী আশরাফ লিপু হোসেন, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস এমনকি মুমিনুল হক এবং লিটন দাসও উপস্থিত ছিলেন।
তবে বিদেশে অবস্থান করায় ছিলেন না দেশের প্রথম অধিনায়ক রকিবুল হাসান। ছিলেন না শফিকুল হক হিরা, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালও। খালেদ মাহমুদ সুজন যুক্ত হন ভিডিও কলে। ফারুকের আমন্ত্রণে এটি ছিল পরামর্শ বৈঠক।
দেশের ক্রিকেটের সার্বিক উন্নতি ও সামনে এগিয়ে যাওয়ার পথ নিয়ে আলোচনা করতে বিভিন্ন সময়ের অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসেন বোর্ড প্রধান। অবশ্যই সাবেক অধিনায়ক হিসেবে খুবই ভালো লাগছে। বাংলাদেশের অধিনায়কত্ব করতে পারা একটা গর্বের ব্যাপার। (সভায়) অনেকে ছিলেন। অনেকে কর্মব্যস্ততার কারণে থাকতে পারেননি। তবে তারা বার্তা দিয়েছেন।
আশা করি এই ধরনের উদ্যোগ সামনেও অব্যাহত থাকবে। বলছিলেন শাহরিয়ার নাফিস। আর বিস্তারিত জানিয়ে রাজিন সংবাদ মাধ্যমকে বলেন, আলোচনা ছিল মূলত বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়, আগামীতে যেন আরও ভালো ফ্র?্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশী ক্রিকেটাররা কীভবে আসবে।