
মাগুরায় তারুণ্যের উৎসব রাগবি টুর্নামেন্টে শেষে সনদ পাওয়া বালক-বালিকা খেলোয়াড়রা
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এর চতুর্থ পর্যায়ে চারটি অনুষ্ঠানের মাধ্যমে রাগবি ইভেন্টের ১১টি স্থানের স্কুল ও কলেজ নিয়ে আয়োজিত প্রতিযোগিতাগুলি সফলভাবে সমাপ্ত হয়েছে।
৯টি জেলার ১১টি স্কুল ও কলেজের অনুর্ধ-১৭ ও ১৪ বছরের ছেলে-মেয়েদের নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ গত ২৪ জানুয়ারি শুরু হয় এবং ১৩-১৪ই ফেব্রুয়ারি শেষ হয়।
মাগুড়া (১১তম): আয়োজক শালিখা উচ্চ বিদ্যালয় ও পুলুম গোলাম সারোয়ার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবসহাপনায় ও শালিখা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পুলুম গোলাম সারোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তারুণ্যের উৎসব রাগবি টুর্নামেন্টিতে ৪টি বালক ও ২টি বালিকা দল অংশগ্রহণ করে এবং টুর্নামেন্ট শেষে অংশগ্রহনকারী ৪২ বালক ও ১৪ বালিকা রাগবি খেলোয়াড়কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন থেকে প্রেরিত সনদ বিতরণ করা হয়।
রাঙ্গামাটি (১০ম) : লংগদু সরকারি মডেল কলেজে বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও লংগদু সরকারি মডেল কলেজের আয়োজনে লংগদু উপজেলা মাঠে তারুণ্যের উৎসব রাগবি টুর্নামেন্টিতে ৬টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় লংগদু সরকারি মডেল কলেজ ১৭-৫ পয়েন্টে মাইনীমুখ ফাজিল মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফির উদ্দিন মাহাম্মদ প্রধান অতিথি ছিলেন। আরো উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের ক্রীড়াশিক্ষক ও রাগবি প্রশিক্ষক বজলুর রহমান। মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম মাইনীমুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল রাঙ্গামাটি বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাগবি প্রশিক্ষক শরিফুল আরেফিন তানিম, সেলিম হোসাইন (রাগবি প্রশিক্ষক) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফরিদপুর (৯ম): ফরিদপুর মুসলিম মিশন স্কুল বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ফরিদপুর মুসলিম মিশন স্কুলের আয়োজনে মুসলিম মিশন কলেজ মাঠে তারুণ্যের উৎসব-রাগবি খেলায় অনুর্ধ-১৪ বয়সের ৪টি দল নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সনদ প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়েছে। সনদ তুলে দিয়েছেন মুসলিম মিশন কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন এবং ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসার সুপার আবুল কাসেম। খেলা পরিচালনা করেছেন আরডিও কাউসার আহমেদ ও ফরিদপুরের রাগবি খেলোয়াড় রাব্বি এবং নাইম।
ঠাকুরগাঁও (৮ম) : ঠাকুরগাঁও সালান্দর উচ্চ বিদ্যালয় বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ঠাকুরগাঁও সালান্দর উচ্চ বিদ্যালয় আয়োজিত তারুণ্যের উৎসব ৬টি বালিকা দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মকবুল আলম। সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জান, ঠাকুরগাঁও।
টুর্নামেন্ট শেষে অংশগ্রহনকারী ৪২ বালিকা রাগবি খেলোয়াড়কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন থেকে সনদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সালন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী। প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রাগবি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক সাঈদ আহমেদ।
রুমেল খান/ রাজু