ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

ইসমাইলের ৫, শিরিনের ১৬ ...

প্রকাশিত: ১৮:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ইসমাইলের ৫, শিরিনের ১৬ ...

একই সংস্থার ইসমাইল ও শিরিন হয়েছেন দ্রুততম মানব-মানবী

এ্যাথলেটিক্সকে বলা হয় ‘মাদার অব গেমস’। আর সেই গেমসের সবচেয়ে আকর্ষণীয় ডিসিপ্লিন হচ্ছে ১০০ মিটার স্প্রিন্ট। জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার ৪৮তম আসরের দুই পুরনো মুখ মোহাম্মদ ইসমাইল এবং শিরিন আক্তারই আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) হয়েছেন দ্রুততম মানবী। এর আগে জাতীয় এ্যাথলেটিক্সের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

তিন বছর পর দেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করলেন ইসমাইল। তার টাইমিং ১০.৬১ সেকেন্ড (ইলেক্ট্রোনিক্স)। এ নিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন তিনি। অন্যদিকে দ্রুততম মানবীর মুকুট অক্ষুণ্ন রাখলেন শিরিন। টানা ১৬ বার দেশের মেয়েদের মধ্যে সেরা অ্যাথলেট হলেন। তার টাইমিং ১২.০১ সেকেন্ড (ইলেক্ট্রোনিক্স)। দু’জনেই নৌবাহিনীর এ্যাথলেট।

ফিনিশিং লাইন পার হওয়ার সময় মনে হল ইসমাইল ও রাকিবুল হাসান সমানতালেই ছিলেন। যদিও রাকিবুল ফিনিশিং লাইন টাচ করে পরে যান। কিন্তু ফটোফিনিশিংয়ে বুক এগিয়ে থাকায় স্বর্ণপদক জিতে নেন ইসমাইলই। বাংলাদেশ সেনাবাহিনীর জুবাইল ইসলাম ১০.৮৯ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।  জাতীয় ও সামার এ্যাথলেটিক্সে ক্যারিয়ারে টানা ১৬ বারের মতো দ্রুততম মানবীর খেতাব জিতলেন শিরিন। শিরিনের বিকল্প এখনও তৈরি হয়নি দেশে। যেখানে তার টাইমিং ১২.০১ সেকেন্ড, সেখানে তারই সতীর্থ সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২.১৫ সেকেন্ড। তৃতীয় হন বিকেএসপির আজমি খাতুন (১২.৫০ সেকেন্ড)।
 

 

রুমেল খান/রাজু

×