ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ড্র ছাপিয়ে আলোচনায় লাল কার্ড

​​​​​​​স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ড্র ছাপিয়ে আলোচনায়  লাল কার্ড

.

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের ব্যবধানটাকে বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু পারেনি কার্লো আনচেলত্তির দল। শনিবার ওসাসুনার মাঠ থেকে যে - গোলে ড্র করে বাড়ি ফিরেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচের ফলাফল ড্র ছাপিয়ে আলোচনায় জুড বেলিংহ্যামের লাল কার্ড। এদিন ম্যাচের ৩৯ মিনিটে যে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। ফলে ম্যাচের বাকিটা সময়ই ১০ জনের দল নিয়ে খেলতে হয় লস ব্ল্যাঙ্কোসদের।

ঘটনার আগে ম্যাচ রেফারি হোসে মুনুয়েরা মোন্তেরোর সঙ্গে কথা বলতে দেখা যায় জুড বেলিংহ্যামকে। লাল কার্ড দেখে রীতিমতো অবাক ইংলিশ তারকা। ম্যাচের শেষে তিনি জানান, রেফারিকে কোনো ধরনের অসম্মানজনক কথা বলেননি। বরং নিজের হতাশার কথাই প্রকাশ করেন। প্রসঙ্গে বেলিংহ্যাম বলেন, আমার মনে হয় বিষয়টা আপনারা ভিডিওতেই পরিষ্কার দেখতে পাবেন। ঘটনাটা পুরো মনে আছে। এটা ছিল নিজেকে বলা একটা অভিব্যক্তি। অবশ্যই এখানে ভুল বোঝাবুঝি ছিল। রেফারি মনে করেছে তাকে হয়ত অসম্মানজনক কিছু বলা হয়েছে। কিন্তু তাকে অসম্মান দেখানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। সেখানে কোনো অসম্মানও ছিল না। বেলিংহ্যাম মাঠ ছাড়ার আগেই অবশ্য এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর ১৫ মিনিটে গোল করে লস ব্ল্যাঙ্কোসদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টিতে গোল করে ওসাসুনাকে সমতায় ফেরান এন্টি বুদিমির। এরপর আর গোল না হলে ড্রয়েই শেষ হয় ম্যাচটি। ম্যাচের শেষে বেলিংহ্যামের লাল কার্ড নিয়ে কথা বলেন কার্লো আনচেলত্তিও। তিনি বলেন, আমার মনে হয়, বেলিংহ্যামের লাল কার্ডের মাধ্যমে এটা  বোঝা গেল, রেফারি ইংরেজি ভালো বোঝেন না। আমি মনে করি না, তার (বেলিংহ্যাম) কথা আক্রমণাত্মক কিছু। আমার মনে হয়, রেফারি চাপে ছিলেন বলেই লাল কার্ড দেখিয়েছেন।

এই ম্যাচে ড্র করার পরও লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৫১ পয়েন্ট। এর পেছনে কৃতিত্ব দিতে হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকেও। কেননা, এদিন যে ঘরের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ডিয়েগো সিমিওনের শিষ্যরাও রিয়ালের মতো একই ব্যবধানে ড্র করেছে। শুধু এই দুটি কেন? এদিন বাকি দুটি ম্যাচও শেষ হয়েছে সমতায়। ভিয়ারিয়ালও - ব্যবধানে ড্র করে ভ্যালেন্সিয়ার সঙ্গে। লেগানেস-দেপোর্তিভো আলাবেসের ম্যাচটি শেষ হয় - ব্যবধানের সমতায়।

×