
.
আর মাত্র দু’দিন পরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। দীর্ঘ ৮ বছর পর এই টুর্নামেন্টের আরেকটি আসরে বাংলাদেশের প্রথম লড়াই অবশ্য আরও ৩ দিন পর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে নামার আগে নিজেদের ওয়ানডে ফরম্যাটের প্রতিযোগিতামূলক ম্যাচে ঝালিয়ে নেওয়ার সুযোগ আজ নাজমুল হোসেন শান্তদের। কারণ সর্বশেষ গত বছর নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে খেলেছেন বাংলাদেশের এই ক্রিকেটাররা। মাঝে প্রায় দেড় মাস ব্যস্ত ছিলেন টি২০ ফরম্যাটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। তাই আজ পাকিস্তান ‘এ’ দলের (পাকিস্তান শাহিন্স) বিপক্ষে নিজেদের পরখ করার মোক্ষম সুযোগ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়ানোর কথা। এ ম্যাচ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়াইয়ে নামার পরিকল্পনা সাজাবে বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। আরেক তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকও ব্যাটিং পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন এক সাক্ষাতকারে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ৫ বার খেলেছে। সবমিলিয়ে ১২ ম্যাচে মাত্র দুটি জিতেছে। কিন্তু সাফল্যের দিক বিবেচনায় সর্বশেষ আসরে ২০১৭ সালে খেলেছে সেমিফাইনাল। এবার বাংলাদেশের লক্ষ্য তাই চ্যাম্পিয়ন হওয়ার। সেজন্য ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নেওয়ার দিকে মনোযোগ বাংলাদেশ দলের। প্রথম ম্যাচটি দুবাইয়ে খেলতে হবে, যেখানে বাংলাদেশের অতীত ইতিহাস তেমন ভালো নয়। তাছাড়া এই মাঠে ভারত সবসময়ই দুর্দান্ত। আর ২০২৩ ওয়ানডে বিশ^কাপে রানার্সআপ হয়েছে তারা। এজন্য অন্যতম ফেভারিট হিসেবেই নামবে তারা। কিন্তু এই ম্যাচের আগে ওয়ানডে ফরম্যাটে ধাতস্থ হওয়ার ব্যাপার রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। কারণ সবেমাত্র টি২০ ফরম্যাটে বিপিএল শেষ করেছেন তারা। তাই আজ পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে শনিবার ও রবিবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানেই আজ শাহিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। এখান থেকেই মূল লড়াইয়ে নামার পরিকল্পনা সাজানোর লক্ষ্য বাংলাদেশের। প্রথম দিনের অনুশীলন শেষে তরুণ পেসার তানজিম বলেছেন, প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়, কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটসম্যানদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব। যদিও ভারতের বিপক্ষে ম্যাচটি অন্য মাঠে। তবে কন্ডিশন ও উইকেট পরিস্থিতি প্রায় সদৃশ হওয়ার কারণেই এমন চিন্তা বাংলাদেশ দলের। একটানা দেড় মাসের মতো ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। খুব বেশি সময় পাননি তারা পরে বিশ্রাম নেওয়ার। শারীরিক ধকলের একটি ব্যাপার তাই রয়েই যায়। বিষয়টি নিয়ে তানজিম আরও বলেছেন, আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সবমিলিয়ে অনুশীলনের পর খুব ভালো অনুভূতি। শাহিন্সের স্কোয়াডে বর্তমানে পাকিস্তান মূল দলের কেউ নেই। তবে বেশ কয়েকজন আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অধিনায়ক মোহাম্মদ হারিস, আমের জামাল, উসামা মির, মোহাম্মদ মুসা এর মধ্যে অন্যতম। তাই এই প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে বাংলাদেশ দল। ব্যাটিং নিয়ে নিজের পরিকল্পনা স্থির করার চিন্তায় আছেন জাকের।
তিনি এক সাক্ষাতকারে বলেছেন, পাকিস্তানের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। তবে শুধু উইকেট ভালো হলেই হবে না, সঠিক পরিকল্পনা দরকার। ওয়ানডে ক্রিকেটে কখন রান বাড়াতে হবে, কখন গতি কমাতে হবে এসব বুঝতে হবে। টুর্নামেন্টের সবচেয়ে কঠিন ম্যাচটিই আমাদের প্রথম। তবে যদি এই ম্যাচে ভালো করতে পারি, তাহলে পুরো টুর্নামেন্ট আমাদের অনুকূলে আসবে।