
গত বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড আনুষ্ঠানিক ফটোসেশন করে। তখন এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে দুবাই গেছে বাংলাদেশ দল। অবশেষে রবিবার সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে জার্সি উন্মোচন করেছে বিসিবি এক ভিডিও প্রোমোর মাধ্যমে।
জার্সি উন্মোচনের এই ভিডিওতে দেখা গেছে চিরাচরিত নিয়মে বাংলাদেশ দলের জার্সিতে লাল-সবুজ রংয়ের আধিক্য। জার্সির নিচের দিকে সোনালি রংয়ে আছে বাঘের ছাপ। ভিডিওতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মাহমুদুল্লাহসহ তরুন ক্রিকেটারদের অনেকেই ছিলেন। ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও’র ব্যাকগ্রাউন্ডে ধারা বর্ণনায় বলা হয়েছে,‘শত সংকট, শত সংশয়, জয়ের হাতছানি থেকে শত হতাশার ভয়, সর্বদা সাথে ছিল একতাই এই সারা বাংলাদেশ। জয়ের আনন্দে উল্লাস অথবা পরাজয়ের গ্লানি সর্বদা সাথে ছিল, একতাই এই সারা বাংলাদেশ। আবারও দেশের পতাকা হাতে বিশ্বমঞ্চে এই যাত্রা। অতীতের গ্লানি মুছে দেবে, অকুতোভয়দের নতুন মাত্রা। সাথে ছিল, সাথে থাকবে একতাই এই সারা বাংলাদেশ।’
মামুন/রাজু