ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে প্রথম কোটি টাকার মাসল শো!

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে প্রথম কোটি টাকার মাসল শো!

কোটি টাকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে শরীর গঠনে

বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে ক্রিকেট ও ফুটবলের পর এবার কোটি টাকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে শরীর গঠনে। প্রথমবারের মতো কোটি টাকার প্রাইজমানি নিয়ে আসছে এই বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। যার পোশাকি নাম ‘বিডি মাসল শো’।

ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত হবে দেশের সর্ববৃহৎ এই বডিবিল্ডিং প্রতিযোগিতা। শনিবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের গার্লিক অ্যান্ড জিনজারে অনুষ্ঠিত এক সভা শেষে এসব তথ্য জানান আয়োজক কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাঈম, জিম মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস, রকিবুল ইসলাম প্রিন্স, মিস্টার বাংলাদেশ নাজমুস সাকিব ও উইলিয়াম রিকি ব্লাজো।

নাঈম বলেন, বিডি মাসল শো হবে বাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডিবিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। বিশ্ব দরবারে বাংলাদেশের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। 
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে গত বছর জাঁকজমক কিছু টুর্নামেন্টের আয়োজন করতেন শরীর গঠন ফেডারেশনের প্রয়াত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সেখানে লাখ টাকার পুরস্কার দেওয়া হতো। তবে নজরুলের মৃত্যুর পর বড় পরিসরে বডিবিল্ডিং টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছেন দেশের জিম মালিক সমিতির মালিকরা।

আগামী ২৫-২৭ মে অনুষ্ঠিত হবে এই আসর। যেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার-ভিডিপিসহ চার শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার বডিবিল্ডার চারটি ক্যাটাগরিতে ১২টি ইভেন্টে সেরার জন্য লড়বেন। প্রতিযোগিতায় সেরা বডিবিল্ডারদের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার এবং ২০টি ১৫০ সিসি মোটরবাইকসহ এক কোটি টাকার পুরস্কার।

×