ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

বিপিএলে আমি ছাগলের তিন নম্বর বাচ্চা: সামির কাদের চৌধুরী

প্রকাশিত: ২৩:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলে আমি ছাগলের তিন নম্বর বাচ্চা: সামির কাদের চৌধুরী

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সামির কাদের চৌধুরী এই বছরের বিপিএল মৌসুমের জন্য তার পরিকল্পনা শেয়ার করেছেন।  এবার চৌধুরী পুরো প্রস্তুতি পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন, যার মধ্যে মূল খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিতকরণও রয়েছে। তিনি বলেন, "এইবার আমি পর্যাপ্ত সময় পেয়েছি, সবকিছু গুছিয়ে নেবো।" তিনি বড় খেলোয়াড়দের আকর্ষণ এবং লিগটিকে আরও লাভজনক করে তোলার গুরুত্ব তুলে ধরেন, বিশেষ করে যখন অন্যান্য খেলার ইভেন্ট যেমন আইপিএল চলছে।

চৌধুরী আরও বলেন, বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে। "যখন আইপিএল বা অন্যান্য লিগ চলতে থাকে, তখন বিপিএলে মানুষের আগ্রহ কমে যেতে পারে, তবে আমাদের উদ্দেশ্য হলো বিপিএলের প্রতি উৎসাহ বজায় রাখা," তিনি উল্লেখ করেন। এই মৌসুমটি বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যানদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, কারণ তারা ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/18EuVFSbhm/

মারিয়া

×