![সাকিবকে বাদ দিয়েছে নাইট রাইডার্স সাকিবকে বাদ দিয়েছে নাইট রাইডার্স](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-15-2502151504.jpg)
বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারের গণ্ডি ক্রমেই সঙ্কুচিত হয়ে আসছে। মূলত বোলিং অ্যাকশনের ত্রুটি থাকার কারণে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন বলেই আরও সঙ্কীর্ণ হচ্ছে তার খেলার সুযোগ। কারণ খেলতে হলে শুধু ব্যাটার হিসেবেই খেলতে হবে। এরই প্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টি২০ আসরে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সও বাদ দিয়েছে সাকিব আল হাসানকে।
গত আসরে এমএলসি টি২০ আসরে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে এক ঝাঁক তারকা খেলেছেন। তার মধ্যে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। তিনি ৪ ম্যাচে ১৫ গড়ে ও ১২৫ স্ট্রাইকরেটে মাত্র ৬০ রান করেছেন গত আসরে। বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার বল হাতে মাত্র ১ উইকেট নিতে পেরেছেন।
বর্তমানে অ্যাকশনে ত্রুটি থাকায় বোলিংয়ে নিষিদ্ধ আছেন সাকিব আল হাসান। সবমিলিয়ে এবার তাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে তাঁকে। সাকিবের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারকেও ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কারণ গত আসরে তারকা নির্ভর দল গড়েও সেরা চারে উঠতে পারেনি দলটি।
১৯ ফেব্রুয়ারি এমএলসি টি২০ ক্রিকেট আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। সেখান থেকে দল পাওয়ার সুযোগ থাকতে পারে সাকিবের। তবে শুধু ব্যাটার হিসেবে তাকে পেতে তেমন আগ্রহ না দেখানোরই কথা কোনো দলের। এতো তারকা ক্রিকেটারকে ছেড়ে দিলেও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারাইন এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে ধরে রেখেছে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস।
মামুন/আফরোজা