![আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিম আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_20-50-37-2502151454.jpg)
ছবিঃ সংগৃহীত
দু’জনই এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক। তবে মোহাম্মদ আশরাফুল সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন কোচিংয়ে মনোনিবেশ করেছেন। আর বাঁহাতি ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও খেলা চালিয়ে যাচ্ছেন ঘরোয়া আসরে। এবার দু’জনকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে খেলবেন বাংলাদেশের এ দুই সাবেক তারকা। সেখানে আশরাফুল অধিনায়ক হিসেবেই থাকছেন। ১০ মার্চ শুরু হবে আসরটি।
এক সময় বাংলাদেশের জার্সিতে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে খেলেছেন তামিম ইকবাল। তবে পরিমাণটা সামান্যই। এবার নতুন করে আশরাফুলের নেতৃত্বে খেলবেন বাঁহাতি ওপেনার তামিম। দিল্লিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে তামিমকে নিয়েছে এশিয়ান লিজেন্ডস লিগের দল বাংলাদেশ টাইগার্স।
আশরাফুল-তামিম ছাড়াও এই দলটিতে আছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।
এ ছাড়া আসরের আরেকটি দল এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার অলোক কাপালি। দলটিতে অবশ্য সতীর্থ হিসেবে আর কোনো বাংলাদেশিকে পাচ্ছেন না তিনি। তবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শিহান জয়সূরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।
বাংলাদেশ টাইগার্স, এশিয়ান স্টারস ছাড়াও এশিয়ান লিজেন্ডস লিগে খেলবে ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস। যেখানে বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হার্শেল গিবস, আফগানিস্তান পাঠানসের কোচ শিবনারায়ণ চন্দরপল এবং এশিয়ান স্টারসের কোচ মারভান আতাপাত্তু।
বাংলাদেশ টাইগার্সের প্রথম ম্যাচ উদ্বোধনী দিনেই। ১০ মার্চ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন আশরাফুল-তামিমরা। এ ছাড়া ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স।
দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে এই আসরের ফাইনাল।
মারিয়া/ মামুন