ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

যুব কাবাডির জাতীয় পর্ব শুরু

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২০:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

যুব কাবাডির জাতীয় পর্ব শুরু

জাতীয় যুব কাবাডির নারী বিভাগের খেলার একটি দৃশ্য



বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে যুব কাবাডির (অনুর্ধ-১৮ বালক ও বালিকা) জাতীয় পর্বের খেলা শুরু হয়েছে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে। পল্টন ময়দানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান ও সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।


বালক বিভাগের খেলায় লালমনিরহাট ৫৩-৪৪ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে,  বগুড়া ৫৩-১৭ পয়েন্টে ঝালকাঠিকে, গোপালগঞ্জ ৪২-১৩ পয়েন্টে ময়মনসিংকে, বিকেএসপি ৪৩-১৩ পয়েন্টে বরিশালকে, রাঙ্গামাটি ৩৭-৩২ পয়েন্টে নড়াইলকে, সিলেট ৪১-৩৭ পয়েন্টে দিনাজপুরকে হারায়। এছাড়া চট্টগ্রাম ও সাতক্ষীরার খেলা ৪০-৪০ পয়েন্টে ড্র হয়।
বালিকা বিভাগে মাদারীপুর ৪১-৩২ পয়েন্টে গোপালগঞ্জকে, বরিশাল ২৭-২৫ পয়েন্টে ফরিদপুরকে,  জয়পুরহাট ৩৮-২৭ পয়েন্টে জামালপুরকে, রাঙ্গামাটি ২৯-২৫ পয়েন্টে হবিগঞ্জকে, নড়াইল ২৫-২১ পয়েন্টে নীলফামারীকে, সাতক্ষীরা ৩০-২৪ পয়েন্টে রংপুরকে এবং খাগড়াছড়ি ২৫-২৪ পয়েন্টে মৌলভীবাজারকে হারায়।

রুমেল খান/সাজিদ

×