![যে কারণে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে মতের মিল হচ্ছে না বাফুফের যে কারণে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে মতের মিল হচ্ছে না বাফুফের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৫-2-2502131534.jpg)
২০২৪ সাফজয়ী এই ২৩ ফুটবলারের মধ্যে ১১ ফুটবলারকে একুশে পদকের জন্য বাছাই করাটা বাফুফের জন্য চ্যালেঞ্জের (ফাইল ছবি)
যখনই বিদেশী কোচকে নিয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ নারী ফুটবলারের দ্বন্দ্বে দেশের নারী ফুটবল টালমাটাল, তখনই তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টি' হয়ে আসে একটি সমাচার। সেটি হলো বাংলাদেশ সরকার ঘোষণা করে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব একুশে পদক' পাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, যা আগামী ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দেয়া হবে।
কিন্তু একুশে পদকের জন্য মনোনীত হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে রীতিমত ঝামেলায় পড়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে বাফুফের কাছে ১১ জনের নাম চেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
এ চিঠি পেয়ে বাফুফে হতভম্ব। কেননা ২৩ সদস্যের স্কোয়াড থেকে তারা কোন ১১ জনকে পাঠাবে পদক গ্রহণের জন্য?
এ বিষয়ে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ দলের প্রধান বাফুফে সদস্য টিপু সুলতান বলেছেন, ‘ফিফা গাইডলাইন অনুযায়ী কন্টিনজেন্ট থাকে ৩২ জনের। তার মধ্যে টিম স্কোয়াড থাকে ২৩ জনের। ফুটবল ব্যক্তিগত পারফরম্যান্স শো করার বিষয় না। এটা পুরোপুরি টিমওয়ার্ক। আমার মনে হয় কর্তৃপক্ষ প্রথম একাদশ নিয়েই চিন্তা করেছে। পুরো স্কোয়াড হলে সবাই আনন্দিত থাকবেন। অন্য মেয়েরাও তো খেলেছেন। সবাই তো আশায় ছিলেন। আমাদের সাধারণ সম্পাদক এ বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন।’
রুমেল/সাজিদ