ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সেল্টিক সমর্থকদের বিশাল ব্যানার: ‘ইসরায়েলকে লাল কার্ড দেখান’

প্রকাশিত: ১২:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সেল্টিক সমর্থকদের বিশাল ব্যানার: ‘ইসরায়েলকে লাল কার্ড দেখান’

ছবিঃ সংগৃহীত

স্কটিশ ফুটবল ক্লাব সেল্টিকের সমর্থকরা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে বিশাল এক ব্যানার প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল "ইসরায়েলকে লাল কার্ড দেখান"। সমর্থকদের দাবি, বিশ্ব ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক।

ব্যানারে "ইসরায়েল" শব্দটি উদ্ধৃতিচিহ্নের মধ্যে রাখা হয়েছিল এবং নকশায় রক্ত ঝরার মতো দৃশ্য তৈরি করা হয়। খেলাটি শেষ পর্যন্ত সেল্টিক ২-১ গোলে হেরে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সেল্টিক সমর্থকরা ম্যাচের আগে লিফলেট বিতরণ করেন, যেখানে ক্রীড়া আসরগুলো থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়।

সেল্টিক সমর্থকরা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত। যদিও বিগত বছরগুলোতে ক্লাবের হয়ে বেশ কয়েকজন ইসরায়েলি ফুটবলার খেলেছেন। তবে ইসরায়েলি ফরোয়ার্ড লিয়েল আবাদা সমর্থকদের রাজনৈতিক অবস্থানের কারণে গত বছর দল ছাড়তে বাধ্য হন।

সেল্টিক সমর্থকদের বিপরীতে তাদের প্রতিদ্বন্দ্বী রেঞ্জার্স এফসি’র সমর্থকরা ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে গ্যালারিতে ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন।

আসিফ

×