ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার জয় ৪৯ রানে

আসালাঙ্কার কাছে হার অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আসালাঙ্কার কাছে হার অস্ট্রেলিয়ার

চোখ ধাঁধানো সেঞ্চুরির পর উদ্যাপন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কার

ঘরের মাঠে টেস্টে অসিদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়া শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু করেছে জয় দিয়ে। চারিথ আসালাঙ্কার দারুণ সেঞ্চুরির পর স্পিনারদের নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়নদের ৪৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। বুধবার কলম্বোয় ৪৬ ওভারে ২১৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ৩৩.৫ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া।

ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি ও সেরা ইনিংসে ১২৭ রান করেন আসালাঙ্কা। লঙ্কান অধিনায়কের ১২৬ বলের ইনিংসটি গড়া ৫ ছক্কা ও ১৪ চারে। পরে অফস্পিনে একটি উইকেটও নেন আসালাঙ্কা। এমন পারফরম্যান্সের পর ম্যান অব দা ম্যাচ আর কে! তিনি ছাড়া আর কেউ ৩০ রানও করতে পারেননি।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি শ্রীলঙ্কান বোলাররা। বোলাররা ভালো করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল তাদের ব্যাটিং। ইনিংসে একজনও করতে পারেননি ফিফটি। ছয় নম্বরে নেমে সর্বোচ্চ ৪১ রান অ্যালেক্স ক্যারির। ৩২ আ্যারন হার্ডি ও ২০ শন অ্যাবট। তার আগে অধিনায়ক স্মিথ ফেরেন ১২ রানে। পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

দারুণ বোলিংয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লঙ্কান অফস্পিনার মাহিশ থিকশানা। দুটি করে  শিকার দুনিথ ভেল্লালাগে ও পেসার আসিথা ফার্নান্দোর। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড। এদিনই নিজেকে সরিয়ে নিয়েছেন আরেক তারকা মিচেল স্টার্ক। উপমহাদেশে স্পিনের বিপক্ষে এই হার বিশ্বচ্যাম্পিয়ন অসিদের দুর্ভাবনা আরও বাড়াবে।
অন্যদিকে নির্ধারিত সময়ে র‌্যাংকিংয়ের সেরা আটে থাকতে ব্যর্থ শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায়নি। তবে ঘরের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে ওয়ানডের সাফল্যটা তাদের জন্য হতে পারে স্বান্ত¦না। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুক্রবার।

×